scorecardresearch
 

Manabi Bandyopadhyay-Suchetana Bhattacharya : বুদ্ধদেব ভট্টাচার্যের মেয়ের সেক্স চেঞ্জের সিদ্ধান্ত ইতিহাসের পুনরাবৃত্তি না কি ট্রাজেডি? প্রশ্ন মানবীর

পুরুষ হতে চান প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মেয়ে সুচেতনা ভট্টাচার্য। লিঙ্গ পরিবর্তন করে সুচেতনা হতে চাইছেন 'সুচেতন'। লিঙ্গ পরিবর্তনের জন্য ইতিমধ্যেই আইনি পরামর্শও নিতে শুরু করে দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ে। সেই বিষয়ে নিজের মতামত দিলেন দেশের প্রথম রূপান্তরকামী অধ্যক্ষ মানবী বন্দ্যোপাধ্যায়।

Advertisement
মানবী ও সুচেতনা মানবী ও সুচেতনা
হাইলাইটস
  • পুরুষ হতে চান প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মেয়ে সুচেতনা ভট্টাচার্য
  • তা নিয়ে প্রতিক্রিয়া মানবী বন্দ্যোপাধ্য়ায়ের

পুরুষ হতে চান প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মেয়ে সুচেতনা ভট্টাচার্য। লিঙ্গ পরিবর্তন করে সুচেতনা হতে চাইছেন 'সুচেতন'। লিঙ্গ পরিবর্তনের জন্য ইতিমধ্যেই আইনি পরামর্শও নিতে শুরু করে দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ে। সেই বিষয়ে নিজের মতামত দিলেন দেশের প্রথম রূপান্তরকামী অধ্যক্ষ মানবী বন্দ্যোপাধ্যায়। 

সোমনাথ থেকে মানবী হয়ে ওঠার জন্য অনেক সামাজিক বাধা পেরোতে হয়েছে মানবী বন্দ্যোপাধ্যায়কে। তবে এখন তিনি প্রতিষ্ঠিত। তাঁকে অনেকেই আইকন মনে করেন। তবে সেই মানবী বন্দ্যোপাধ্যায়ও প্রথম দিকে মোটেই ভালো অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাননি। bangla.aajtak.in-কে দেওয়া সাক্ষাৎকারে মানবী বলেন, ' বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর কন্যা পুত্রে রূপান্তরিত হচ্ছেন। এটা আমার কাছে এক অদ্ভূত অনুভূতি!ইতিহাসের পুনরাবৃত্তি না কি নিয়তিবাদের গ্রীক ট্রাজেডি জানি না!' 

কেন বললেন মানবী ? তাঁর কথায়, 'বুদ্ধবাবুর মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে আমার সেক্স রিঅ্যাসাইনমেন সার্জারি হয় এবং শাস্তিস্বরূপ  আমার পিএইচডি অগ্রাহ্য হয়!আমি রিডার পোস্ট থেকে বঞ্চিত হই এবং আমার প্রাপ্য দুটি ইনক্রিমেন্ট থেকে চিরতরে বঞ্চিত হই! যেটা অকারণ এক বিশাল আর্থিক ক্ষতি! ২০০৬ সালে আমি পি এইচ ডি অ্যাওয়ার্ডেড হয়েছিলাম! ২০০৩-৪ সালে আমি লিঙ্গ পরিবর্তন করে নারী হই ! বুদ্ধবাবুর সরকার তা মেনে নেননি!' 

আরও পড়ুন

মানবীর কথায়, 'সেই সময় আমাকে কর্মস্থলে পুরুষ করে রাখা হয়েছিল! ভোটের ডিউটিতে পুরুষদের সঙ্গে ডিউটি দেওয়া হয়েছিল! অপমান অসম্মানের চূড়ান্ত! আত্মহত্যার পথে ঠেলা হয়েছিল! বাবা মা ভয় পেতেন শহর থেকে বহু দূরে গ্রামের কলেজের চাকরিতে খুন না হয়ে যাই! আমাকে ভাড়া বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য অভূতপূর্ব অত্যাচার করা হত! চাকরিস্থলে পুরুষ এপিক কার্ডে নারী এভাবে অর্ধনারীশ্বর করে রাখার জন্য কোনও ব্যাঙ্ক লোন পেয়ে একটা থাকার আস্তানা কিনব সে সুযোগ ছিল না! শুধুমাত্র সামাজিক বয়কট চরম দুঃসহ হয়ে উঠে ছিল।' 
 
'ভগবানের কাছে প্রার্থনা করব সুচেতনের যেন আমার অভিজ্ঞতা না হয়! হবেও না! পথ পরিষ্কার করে দিয়েছি অনেকখানি।'

Advertisement

 প্রসঙ্গত, সেক্স চেঞ্জের সিদ্ধান্ত নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের মেয়ে জানান, 'এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি সবার কাছে অনুরোধ করব, এই খবরটিকে বিকৃত করবেন না। এটা আমার নিজের একার লড়াই। একাই লড়তে চাই। বেটার, লেট দ্যান নেভার। ছোটবেলা থেকেই আমার মধ্যে পুরুষালি ভাব রয়েছে। অনেকেই এটিকে সমর্থন করছেন, আবার অনেক গঞ্জনাও সহস্য করতে হয়েছে। আমি একজন ট্রান্সম্যান। এবং শারীরিক ভাবেও সেটাই হতে চাই এবার।'

 

Advertisement