scorecardresearch
 

দ্রুত সিএএ-র বাস্তবায়ন চাই, শাহের কাছে দুই দাবি মতুয়াদের

দ্বিতীয় দিনের কর্মসূচিতে লক্ষ্য মতুয়া সম্প্রদায়। বঙ্গ সফরে এসে আজ শুক্রবার নিউটাউনে মতুয়াদের মন্দিরে যাবেন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তারপরই নিজেদের দুই দাবি তুলে ধরবেন মতুয়ারা। দ্রুত সিএএ বাস্তবায়নের পাশাপাশি আরাধ্য় গুরুর নামে রাস্তার নাম দিতে চান মতুয়ারা।

Advertisement
অমিত শাহ অমিত শাহ
হাইলাইটস
  • দ্বিতীয় দিনের কর্মসূচিতে লক্ষ্য মতুয়া সম্প্রদায়
  • বঙ্গ সফরে এসে আজ শুক্রবার নিউটাউনে মতুয়াদের মন্দিরে যাবেন অমিত শাহ
  • স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তারপরই নিজেদের দুই দাবি তুলে ধরবেন মতুয়ারা

দ্বিতীয় দিনের কর্মসূচিতে লক্ষ্য মতুয়া সম্প্রদায়। বঙ্গ সফরে এসে আজ শুক্রবার নিউটাউনে মতুয়াদের মন্দিরে যাবেন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তারপরই নিজেদের দুই দাবি তুলে ধরবেন মতুয়ারা। দ্রুত সিএএ বাস্তবায়নের পাশাপাশি আরাধ্য় গুরুর নামে রাস্তার নাম দিতে চান মতুয়ারা। 

অমিত শাহের অভ্য়র্থনায় তৈরি মতুয়া সমাজ। শুক্রবার দুপুরে মতুয়াদের মন্দিরে যাওয়ার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর। ইতিমধ্য়েই সেখানে তৈরি হয়েছে সাজ সাজ রব। সম্প্রদায়ের তরফে জানানো হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে মন্দিরের রাস্তাতেই ফুলের থালা হাতে প্রস্তুত থাকবেন মহিলারা। অমিত শাহের কনভয় মন্দির চত্বরে আসতেই শুরু হবে পুষ্পবৃষ্টি। সেখানে মন্দির ফেরত অমিত শাহের কাছে নিজেদের দাবি তুলে ধরবেন মতুয়ারা। 

অমিত শাহের আগমনকে কেন্দ্র করে ইতিমধ্য়েই নিউটাউনের জ্য়োতিনগর এলাকায় ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে। এলাকা ছেয়ে গিয়েছে বিজেপির পতাকায়। সম্ভবত মতুয়াদের আবেদন মেনে এখানেই কিছু বক্তব্য় রাখতে পারেন শাহ। মতুয়া মন্দিরে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন সম্পর্কে বাগজোলা হরি গুরুচাঁদ মতুয়া সংঘের প্রেসিডেন্ট মনোজ কুমার ব্রহ্ম জানান, জ্য়োতিনগর এলাকা দিয়ে মন্দিরে ঢুকবেন অমিত শাহ। সেখানেই তাঁর কনভয়কে ফুল ছুড়ে স্বাগত জানানো হবে। গুরুদেবের প্রতীক ডঙ্কা, কাঁসি নিয়ে সেখানে উপস্থিত থাকবেন অনুগামীরা।

মন্দিরে পুজো সেরে প্রসাদ নেওয়ার পরই শাহের হাতে তাঁদের দাবিপত্র তুলে দেবেন বাগজোলা মতুয়া সংঘের প্রতিনিধিরা। দুই দাবির মধ্য়ে দ্রুত সিএএ বাস্তবায়নের পাশাপাশি  রয়েছে গুরুচাঁদ ঠাকুরের নামে রাস্তার বিষয়টিও। বাগজোলা খালের রাস্তা অর্থাৎ ভিআইপি-কেষ্টপুর মোড় থেকে যাত্রাগাছি সিক্স লেনকে গুরুচাঁদ ঠাকুর সরণি নামের প্রস্তাব করবেন তারা। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে কিছু বলার জন্য় অনুরোধ করা হবে। এরপরই বাগজোলা হরি গুরুচাঁদ মতুয়া সংঘের সোশ্য়াল ডেভেলপমেন্ট সেক্রেটারি নবীন বিশ্বাসের বাড়ি যাবেন অমিত শাহ।

 

Advertisement

Advertisement