scorecardresearch
 

Howrah Local Train cancellation : টানা কয়েক দিন বাতিল বহু লোকাল-এক্সপ্রেস ট্রেন, রইল তালিকা

দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের আন্দুলে ইন্টারলকিংয়ের কাজের জের। তার ফলে ২৯ জুন থেকে বাতিল বহু লোকাল ও এক্সপ্রেস ট্রেন। তালিকায় রয়েছে পুরী ও দিঘা যাওয়ার ট্রেনও।

Advertisement
Local Train Local Train
হাইলাইটস
  • ২৯ জুন থেকে বাতিল বহু লোকাল ও এক্সপ্রেস ট্রেন।
  • তালিকায় রয়েছে পুরী ও দিঘা যাওয়ার ট্রেনও

দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের আন্দুলে ইন্টারলকিংয়ের কাজের জের। তার ফলে ২৯ জুন থেকে বাতিল বহু লোকাল ও এক্সপ্রেস ট্রেন। মেদিনীপুর-হাওড়া-মেদিনীপুর রুটের লোকাল ট্রেন ও অনেক এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।

দক্ষিণ পূর্ব রেলের মুক্ত জনসংযোগ আধিকারিক ওম প্রকাশ চরণ জানিয়েছেন, জরুরি ডেভলপমেন্টের জন্য বেশ কিছু দূরপাল্লা ও লোকাল ট্রেন বাতিল করা সিদ্ধান্ত নিয়েছে। যাত্রীদের এতে অসুবিধে হবে কয়েকদিন। তবে ভবিষ্যতে যাত্রীদের পরিষেবা আরও ভালো দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর বিভাগে কাজের জন্য ২৯ জুন থেকে ৬ জুলাই ( ৮ দিন) ও ৭ জুলাই থেকে ৮ জুলাই ( ২ দিন) একাধিক লোকাল ট্রেন সহ দূরপাল্লার ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। নির্দেশিকায় জানানো হয়েছে এই তারিখে মোট ২৩৭ টি লোকাল ট্রেন বাতিল থাকবে। এই নির্ধারিত দিনগুলোতে বাতিল হওয়া ট্রেনের তালিকা 

দূরপাল্লার ট্রেনগুলির মধ্যে রয়েছে

১২৮৫৭/১২৮৫৮ হাওড়া-দীঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস। ৩০ জুন থেকে ২ জুলাই এবং ৬ জুলাই থেকে ৮ জুলাই বাতিল থাকবে। ১২০২১/১২০২২ হাওড়া -ভুবনেশ্বর - হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস ৩০ জুন থেকে ২ জুলাই এবং ৬ জুলাই থেকে ৮ জুলাই বাতিল থাকবে। ১২৮৮৩/১২৮৮৪ সাঁতরাগাছি -পুরুলিয়া -হাওড়া এক্সপ্রেস ৩০ জুন থেকে ২ জুলাই এবং ৬ জুলাই থেকে ৮ জুলাই বাতিল থাকবে। ১২৮৭১/২২৮৬২ হাওড়া - তিতিলাগড় /কালাবুরাগী -হাওড়া ইস্পাত এক্সপ্রেস ৬ জুলাই ও ৮ জুলাই বাতিল থাকবে। ২২৮৬১/১২৮৭২ হাওড়া - কালাবুরাগী/ তিতিলাগড়- হাওড়া ইস্পাত এক্সপ্রেস ৭ জুলাই  বাতিল থাকবে। ২২৮৯৭/২২৮৯৮ হাওড়া -দীঘা -হাওড়া কান্ডারি এক্সপ্রেস ৬ জুলাই থেকে ৮ জুলাই বাতিল থাকবে। 

এছাড়াও ১২৮২২ পুরী - শালিমার ধউলি এক্সপ্রেস ৫ জুলাই থেকে ৭ জুলাই বাতিল থাকবে। ১২৮২১ শালিমার- পুরী ধউলি এক্সপ্রেস ৬ জুলাই থেকে ৮ জুলাই বাতিল থাকবে। ১২৮৮৫/১২৮৮৬ শালিমার - ভযুধি - শালিমার আরণ্যক এক্সপ্রেস ৬ জুলাই ও ৮ জুলাই বাতিল থাকবে। ১২২৭৮/১২২৭৭ পুরী - হাওড়া - পুরী শতাব্দী এক্সপ্রেস ৬ ও ৮ জুলাই বাতিল থাকবে। ১৮০০৭ শালিমার - ভাঞ্জপুর এক্সপ্রেস  ৮ জুলাই বাতিল থাকবে। ১৮০০৮ ভাঞ্জপুর - শালিমার এক্সপ্রেস ৯ জুলাই বাতিল থাকবে। ২২৮৯২/২২৮৯১ রাঁচি - হাওড়া - রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস ৬ জুলাই বাতিল থাকবে। ১২৮১৪/১২৮১৩ টাটানগর - হাওড়া - টাটানগর স্টিল এক্সপ্রেস ৬ ও ৮ জুলাই বাতিল থাকবে। 

Advertisement

১৮০২৯ লোকমান্য তিলক মুম্বাই এক্সপ্রেস - শালিমার এক্সপ্রেস ৪ ও ৬ জুলাই বাতিল থাকবে। ১৮০৩০ শালিমার - লোকমান্য তিলক মুম্বাই এক্সপ্রেস ৬ ও ৮ জুলাই বাতিল থাকবে। ১৮০০৬ জাগদালপুর - হাওড়া সামালশ্বরী এক্সপ্রেস ৫ ও ৭ জুলাই বাতিল থাকবে। ১৮০০৫ হাওড়া - জাগদালপুর সামালশ্বরী এক্সপ্রেস ৬ ও ৮ জুলাই বাতিল থাকবে। ১২১২৯ পুনে - হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেস ৪ ও ৬ জুলাই বাতিল থাকবে। ১২১৩০ হাওড়া - পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস ৬ ও ৮ জুলাই বাতিল থাকবে। ১২৯০৫ পোড়বন্দর - শালিমার এক্সপ্রেস ৪ জুলাই বাতিল থাকবে। ১২৯০৬ শালিমার - পোড়বন্দর এক্সপ্রেস ৬ জুলাই বাতিল থাকবে। ১৮০১১/১৮০১৩ হাওড়া - চক্রধরপুর /বোকারো স্টিল সিটি এক্সপ্রেস ৫ ও ৭ জুলাই বাতিল থাকবে। ১৮০১৪/১৮০১২ বোকারো স্টিল সিটি /চক্রধরপুর - হাওড়া এক্সপ্রেস ৬ ও ৮ জুলাই বাতিল থাকবে। ০৮৬৯৫/০৮৬৯৬ বোকারো স্টিল সিটি - রাঁচি - বোকারো স্টিল সিটি স্পেশাল ৬ ও ৮ জুলাই বাতিল থাকবে। 
 
২২৮০৪ সম্বলপুর - শালিমার এক্সপ্রেস ১৫ জুলাই বাতিল থাকবে। ২২৮০৩ শালিমার - সম্বলপুর এক্সপ্রেস ৬ জুলাই বাতিল থাকবে। ১৮০৪৯ শালিমার - বাদামপাহাড় এক্সপ্রেস ৬ জুলাই বাতিল থাকবে। ১৮০৫০ বাদামপাহাড় - শালিমার এক্সপ্রেস ৭ জুলাই বাতিল থাকবে। 
১৮০৫১/১৮০৫২ বাদামপাহাড় - রৌরকেলা - বাদামপাহাড় এক্সপ্রেস ৭ জুলাই বাতিল থাকবে। ২০৮৩২ সম্বলপুর - শালিমার এক্সপ্রেস ৭ জুলাই বাতিল থাকবে। ২০৮৩১ শালিমার -সম্বলপুর এক্সপ্রেস ৮ জুলাই বাতিল থাকবে। ২২৮৪১ সাঁতরাগাছি-তাম্বরম এক্সপ্রেস ৮ জুলাই বাতিল থাকবে। ২২৮৪২ তাম্বরম - সাঁতরাগাছি এক্সপ্রেস ১০ জুলাই বাতিল থাকবে। 

সময় সূচির পরিবর্তন হওয়া ট্রেনের তালিকা 

১৮৬১৬ হাতিয়া - হাওড়া এক্সপ্রেস ১ জুলাই হাতিয়া থেকে রাত্রি ১০টা ৩০ মিনিটে ছাড়বে। ১৮০১৪/১৮০১২ বোকারো স্টিল সিটি /চক্রধরপুর - হাওড়া এক্সপ্রেস ২ জুলাই বোকারো স্টিল সিটি থেকে রাত্রি ১০টা ও চক্রধরপুর থেকে রাত্রি ৮ টা ৩৫ মিনিটে ছাড়বে। ৩৮০৫১ হাওড়া - হলদিয়া লোকাল ৩ জুলাই হাওড়া থেকে সকাল ৬ টা থেকে ছাড়বে। ৩৮০৫১ হাওড়া - হলদিয়া লোকাল ১ জুলাই হাওড়া থেকে সকাল ৬ টা ৪৫ মিনিটে ছাড়বে।

বাতিল লোকাল ট্রেনের তালিকা 
 
২৯ জুন শনিবার 38801/38806 দুটি লোকাল ট্রেন বাতিল থাকবে।
৩০ জুন রবিবার 38705/38714, 38805/38812,38803/38810 ছয়টি ট্রেন বাতিল থাকবে। ০১ জুলাই সোমবার 38801/38806, 38703/38708, 38705/38714, 08069/08070, 38805/38812, 38403/38418, 38301/38410 ১৪ টি ট্রেন বাতিল থাকবে।

২ জুলাই মঙ্গলবার 38455, 38703, 38803, 38705, 38402, 38304, 38306, 38412, 38408,38410,
38406, 38704, 38706, 38302/3832 ১৫ টি ট্রেন বাতিল থাকবে। 

৩ জুলাই বুধবার 38302/38321, 38402/38455, 38404/38453, 38702/38705, 38801/38806, 38703/38708, 38803/38810, 38705/38714 ১৬ টি ট্রেন বাতিল থাকবে।

৪ জুলাই বৃহস্পতিবার 38321(JCO 03.07.24)/38302, 38455(JCO 03.07.24)/38402, 38801/38806, 38803/38810, 38051/38054, 38705/38714, 38805/38812, 08069/08070 ১৬ টি ট্রেন বাতিল থাকবে।

৫ জুলাই শুক্রবার 38830, 38302/38341, 38404/38455(JCO 04.07.24), 38306/38403, 38408/38405, 38414/38411, 38403/38418, 38405/38422, 38103/38104, 38412/38409/38426, 38308/38809/38816 ২৩ টি ট্রেন বাতিল থাকবে।

Advertisement

৬ জুলাই শনিবার 38801, 38306, 38703, 38408, 38403, 38308, 38103, 38412, 38303, 38414, 38409, 38708, 38105, 38104, 38417, 38418, 38421, 38106, 38713, 38312, 38717, 38426, 38435, 38434,
38443, 38436, 38445, 38722, 38449, 38724, 38313, 38450, 38451, 38456, 38319, 38914,
38909, 38916, 38911, 38922, 38917, 38032, 38031; 38036, 38033 ৫৩ টি ট্রেন বাতিল থাকবে।

৭ জুলাই রবিবার 38801, 38306, 38703, 38408, 38403, 38308, 38103, 38412, 38303, 38414, 38409, 38708,38105, 38104, 38417, 38418, 38421, 38106, 38713, 38312, 38717, 38426, 38435, 38434, 38443, 38436, 38445, 38722, 38449, 38724, 38313, 38450, 38451, 38456, 38319, 38914,38909, 38916, 38911, 38922, 38917, 38032, 38031, 38036, 38033, 38321, 38455, 08144, 38309, 38302, 38402, 38404, 38304 ৫৩ টি ট্রেন বাতিল থাকবে।

৮ জুলাই সোমবার 38801, 38306, 38703, 38408, 38403, 38308, 38103, 38412, 38303, 38414, 38409, 38708, 38105, 38104, 38417, 38418, 38421, 38106, 38713, 38312, 38717, 38426, 38435, 38434, 38443, 38436, 38445, 38722, 38449, 38724, 38313, 38450, 38451, 38456, 38319, 38914, 38909, 38916, 38911, 38922, 38917, 38032, 38031, 38036, 38033, 38321,
38302 ৪৭ টি ট্রেন বাতিল থাকবে।
 

Advertisement