scorecardresearch
 

Partha Chatterjee: বিরোধীদের থেকেও বেশি পার্টির ক্ষতি করেছে কুণাল, দাবি পার্থর

বিরোধীদের থেকেও তৃণমূলের বেশি ক্ষতি করছেন কুণাল ঘোষ। শুক্রবার এই মন্তব্য করেছেন শাসকদলেরই বহিষ্কৃত নেতা তথা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলার শুনানির জন্য শুক্রবার নগর দায়রা আদালতে হাজির করানো হয় পার্থকে।

Advertisement
পার্থ চট্টোপাধ্যায় ও কুণাল ঘোষ। কোলাজ পার্থ চট্টোপাধ্যায় ও কুণাল ঘোষ। কোলাজ
হাইলাইটস
  • বিরোধীদের থেকেও তৃণমূলের বেশি ক্ষতি করছেন কুণাল ঘোষ।
  • শুক্রবার এই মন্তব্য করেছেন শাসকদলেরই বহিষ্কৃত নেতা তথা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

বিরোধীদের থেকেও তৃণমূলের বেশি ক্ষতি করছেন কুণাল ঘোষ। শুক্রবার এই মন্তব্য করেছেন শাসকদলেরই বহিষ্কৃত নেতা তথা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলার শুনানির জন্য শুক্রবার নগর দায়রা আদালতে হাজির করানো হয় পার্থকে। সেখানেই সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন পার্থ। কুণালকে দলীয় পদ থেকে সরানো নিয়ে জিজ্ঞাসা করা হলে পার্থ বলেন, 'আমি যখন বাইরে ছিলাম, তখন বলেছিলাম বিরোধী দলগুলোর চেয়ে কুণাল ঘোষ আমাদের দলে থেকে দলের সবচেয়ে বেশি ক্ষতি করছে।'

বুধবার বিকেলে তৃণমূল একটি প্রেস বিবৃতি জারি করে দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেয় কুণাল ঘোষকে। এর পর বৃহস্পতিবার তৃণমূলের পঞ্চম দফার তারকা প্রচারকদের নামের তালিকা থেকে বাদ পড়েন কুণাল। সেই বিষয়টিতেই এদিন মুখ খুললেন পার্থ।

উল্লেখ্য, একটি রক্তদান শিবিরে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে কথা বলা নিয়ে বিতর্কের সূত্রপাত। তারপরই পদ যায় কুণালের। এদিনই আবার কুণাল বলেন 'আমি তো দলের কাছে অপদার্থ, অযোগ্য, দলবিরোধী, মুখপাত্রের শূন্যপদ আইপ্যাকের মতোই কোনও সংস্থাকে দেওয়া হোক।'

আরও পড়ুন

কুণাল পাল্টা সংবাদমাধ্যমকে বলেছেন, 'নিয়োগ কেলেঙ্কারির মতো ঘৃণ্য একটি ঘটনার অন্যতম মাস্টার মাইন্ড পার্থ চট্টোপাধ্যায়। কোটি কোটি টাকা তুলেছে। সেরকম লোক যখন আমার সমালোচনা করে, তখন আমি সেটাকে পার্টির ওপর আমার নিষ্ঠা, সঠিক অবস্থান, সততা ও চরিত্রের শংসাপত্র হিসাবে গ্রহণ করি।'
 

 

Advertisement