কলকাতায় এখন লিটার প্রতি পেট্রোলের দাম ১০২. ০৮ টাকা। আর ডিজেলের ৯৩.০২ টাকা। কিন্তু, কলকাতার বাসিন্দাদের একাংশ আজ সেই পেট্রোল ও ডিজেল পেলেন লিটার প্রতি মাত্র ৮৫ টাকায়। সৌজন্যে APJ Abdul Kalam সরকারি কলেজ। ওই কলেজের পড়ুয়া ও শিক্ষকরা আজ ৮৫ টাকার বিনিময়ে পেট্রোল ও ডিজেল ১৫৪ জনের হাতে তুলে দেন। যা পেয়ে খুশি তাঁরা।
আরও পড়ুন : PHOTOS : মহারাষ্ট্রে বন্যা ও ধসে মৃত ১০০-রও বেশি, নিখোঁজ শতাধিক
পেট্রোল ও ডিজেলের দাম এখন আকাশ ছোঁয়া। এর প্রতিবাদে কংগ্রেস, বাম ও তৃণমূল কংগ্রেস রাজ্যজুড়ে প্রতিবাদ করছে। তবে আজ অভিনব প্রতিবাদ করে APJ Abdul Kalam সরকারি কলেজের পড়ুয়া ও শিক্ষকরা। আজ নিউটাউনে তাঁদের তরফে ১৫৪ জনের হাতে কম টাকার বিনিময়ে পেট্রোল ও ডিজেল তুলে দেওয়া হয়।
আনন্দি মণ্ডল নামে এক কলেজ পড়ুয়া বলেন, 'পেট্রোপণ্যের মূল্য-বৃদ্ধির প্রতিবাদে কলেজের পড়ুয়া ও শিক্ষকরা মিলে প্রতিবাদ কর্মসূচি পালন করি। তারই অঙ্গ হিসেবে লিটার প্রতি ৮৫ টাকা দামে পেট্রোল ও ডিজেল তুলে দিয়েছি সাধারণ মানুষের হাতে। অনেকে অনেক রকমভাবে প্রতিবাদ করছে। তবে আমরা মানুষের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করেছি। তাঁদের হাতে কম দামে পেট্রোল ও ডিজেল তুলে দিয়েছি। যাঁরা সুইগি বা জ্যোমাটোতে কাজ করছেন, তাঁদের বেশি সাহায্য করার চেষ্টা করেছি।'
ওই কলেজ পড়ুয়া আরও জানান, আগামি কয়েকদিন এই প্রতিবাদ চলবে। অর্থাৎ সেই দিনগুলিতেও লিটার প্রতি ২০ টাকা কমে পেট্রোল ডিজেল বিতরণ করার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, চলতি বছর এপ্রিল মাসের পর পেট্রোলের দাম ৩৯ বার এবং ডিজেলের দাম ৩৬ বার বৃদ্ধি করা হয়েছে ৷ এর জেরে দেশের প্রায় সমস্ত রাজ্যে পেট্রোল ও ডিজেলের দাম রেকর্ড স্তরে পৌঁছে গিয়েছে ৷ বিরোধীদের প্রশ্নের উত্তরে সরকারের তরফে এই তথ্য জানানো হয়েছে ৷