scorecardresearch
 

PM Modi Road Show: কলকাতায় মোদীর মেগা রোড শো, কোন রাস্তা বন্ধ-কোন রাস্তা খোলা? রইল ট্র্যাফিক আপডেট

লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণের আগে এবার কলকাতায় প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সন্ধ্যায় উত্তর কলকাতায় রোড শো করবেন প্রধানমন্ত্রী। শহরে মোদীর সফর ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। যার ফলে অফিস ফেরার পথে দুর্ভোগে পড়তে পারেন যাত্রীরা। 

Advertisement
কলকাতায় আজ মোদীর রোড শো। কলকাতায় আজ মোদীর রোড শো।
হাইলাইটস
  • কলকাতায় প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • মঙ্গলবার সন্ধ্যায় উত্তর কলকাতায় রোড শো করবেন প্রধানমন্ত্রী।
  • একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণের আগে এবার কলকাতায় প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সন্ধ্যায় উত্তর কলকাতায় রোড শো করবেন প্রধানমন্ত্রী। শহরে মোদীর সফর ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। যার ফলে অফিস ফেরার পথে দুর্ভোগে পড়তে পারেন যাত্রীরা। 

কোন কোন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ? 

কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কলকাতার একাংশে যান চলাচল আজ এবং বুধবার নিয়ন্ত্রণ করা হবে। 

আরও পড়ুন

 মঙ্গলবার দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত শহরে সমস্ত ধরনের পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্তও এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। 

মঙ্গলবার দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত ১১ ফারলং গেট-খিদিরপুর রোড-জে অ্যান্ড এন আইল্যান্ড-রেড রোড-আর আর অ্যাভিনিউ-গভর্নমেন্ট প্লেস ইস্ট-এসপ্ল্যানেড রো ইস্ট-এসপ্ল্যানেড ক্রসিং-সিআর অ্যাভিনিউ-জেএম অ্যাভিনিউ-গিরিশ অ্যাভিনিউ-কেভিভি অ্যাভিনিউ-এনকে সাহা লেন-উদ্বোধন লেন-ভূপেন বোস অ্যাভিনিউ-শ্যামবাজার পাঁচ মাথার মোড়-বিধান সরণি-কলেজ স্ট্রিট-অরবিন্দ সরণি-বিডন স্ট্রিট-বিবেকানন্দ রোড-গিরিশ পার্ক মোড়-বিবি গাঙ্গুলি স্ট্রিট-লালবাজার স্ট্রিট-বিবাদি বাগ ইস্ট-ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, এই রাস্তাগুলিতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। 

 

কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে আজ রোড শো করবেন মোদী। শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত রোড শো করার কথা প্রধানমন্ত্রীর। 

লোকসভা ভোটে এবার বাংলাকে পাখির চোখ করেছেন মোদী-শাহরা। পশ্চিমবঙ্গে ৩০ থেকে ৩৫ টা আসন জিতবে বিজেপি, এমনটাই দাবি করেছেন তাঁরা। গত কয়েক দিনে বাংলায় একাধিক সভা করেছেন মোদী-শাহ। দুর্নীতি, সন্দেশখালির ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে বার বার আক্রমণ করেছেন মোদী। এদিন প্রধানমন্ত্রীর রোড শো ঘিরে তাই সরগরম রাজ্য রাজনীতি। 

Advertisement

অন্য দিকে, এবার লোকসভা ভোটে এনডিএ জোট ৪০০ আসনে জেতার লক্ষ্যমাত্রা নিয়েছে। ৪০০ পার করবে পদ্মশিবির, একথা ইতিমধ্যেই বলেছেন মোদী-শাহরা। এই নিয়ে বনগাঁর সভায় মমতা বলেন, 'দুশোও পার হবে না, ৪০০ হবে কী করে!' এরপরেই মমতার ভবিষ্যদ্বাণী, 'মোদী আসছে না। ১৯০-১৯৫টি আসন পাবে বিজেপি। এখনও পর্যন্ত যা হিসেব করা হয়েছে, তাতে ইন্ডিয়া জোট ৩১৫টি আসন পাবে।'

Advertisement