scorecardresearch
 

তৃণমূলের বিড়ম্বনা! এবার রাজীবের নামে পোস্টার কলকাতায়

তৃণমূলের(TMC) বিড়ম্বনা যেন মিটছেই না। শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikary) পর এবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) নামে পোস্টার ও ফ্লেক্স পড়ল শহর কলকাতায় (Kolkata)। রবিবার শ্যামবাজার, উল্টোডাঙা, গিরিশ পার্ক, কাঁকুরগাছি সহ উত্তর কলকাতার (North Kolkata) বিভিন্ন জায়গায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার ও ফ্লেক্স চোখে পড়ে। কোনও পোস্টারে রাজীবের ছবির নিচে লেখা, 'কাজের মানুষ কাছের মানুষ', কোনও পোস্টারে আবার লেখা, 'ছাত্র যুবর নয়নের মণি'। আর রাজীবের এই ধরনের পোস্টার ঘিরে শুভেন্দুর পরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে বঙ্গ রাজনীতিতে। 

Advertisement
রাজীব বন্দ্যোপাধ্যায় রাজীব বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • শুভেন্দুর পর রাজীবের নামে পোস্টার
  • উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় পোস্টার
  • নতুন করে চাঞ্চল্য বঙ্গ রাজনীতিতে

তৃণমূলের(TMC) বিড়ম্বনা যেন মিটছেই না। শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikary) পর এবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) নামে পোস্টার ও ফ্লেক্স পড়ল শহর কলকাতায় (Kolkata)। রবিবার শ্যামবাজার, উল্টোডাঙা, গিরিশ পার্ক, কাঁকুরগাছি সহ উত্তর কলকাতার (North Kolkata) বিভিন্ন জায়গায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার ও ফ্লেক্স চোখে পড়ে। কোনও পোস্টারে রাজীবের ছবির নিচে লেখা, 'কাজের মানুষ কাছের মানুষ', কোনও পোস্টারে আবার লেখা, 'ছাত্র যুবর নয়নের মণি'। আর রাজীবের এই ধরনের পোস্টার ঘিরে শুভেন্দুর পরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে বঙ্গ রাজনীতিতে। 

শনিবার হরিদেবপুরে এক অরাজনৈতিক মঞ্চে অভিযোগের সুরে রাজীব বলেন, "যাঁরা যোগ্যতার সঙ্গে কাজ করছেন তাঁরাই প্রাধান্য পাচ্ছেন না। যোগ্যতার সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। সঙ্গে সঙ্গে পিছনের সারিতে ফেলে দিয়েছে।" তিনি আরও বলেন, "দক্ষতার সঙ্গে, যোগ্যতার সঙ্গে যাঁরা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চান, তাঁদের প্রথম সারিতে থাকতে দেওয়া হয় না।" রাজীবের এই মন্তব্যের পালটা কটাক্ষা করেছে তৃণমূলও। নাম না করে রাজ্যের মন্ত্রী অরূপ রায় বলে, "ব্ল্যাকমেল করে তৃণমূলে থাকা যাবে না। চোরের মায়ের বড় গলা।" 

এদিকে এই পরিস্থিতিতে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে গেরুয়া শিবিরও। বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি মুকুল রায় বলেন, "যাঁদের লড়াইতে তৃণমূল তৈরি, তাঁদের মনের কথাই বলেছেন রাজীব।" পাশাপাশি এই প্রসঙ্গে জল্পনা বাড়িয়েছে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের মন্তব্যও। লকেটের দাবি, "বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন রাজীব।" আর শুধু রাজীবই নয় আরও অনেকেই বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বলে দাবি লকেট বিজেপি সাংসদের। তবে রাজনৈতিক মহল মনে করছে, যেভাবে তৃণমূলের একের পর এক নেতা মন্ত্রী দলের বিরুদ্ধে মুখ খুলছেন, তাতে নির্বাচনের আগে কার্যত ব্যকফুটেই যেতে হচ্ছে ঘাসফুল শিবিরকে। এখন দেখার শুভেন্দুর পর রাজীবের ক্ষোভ সামলাতে কী স্ট্র্যাটেজি নেয় তৃণমূল।  

Advertisement


 

Advertisement