scorecardresearch
 

RG Kar: 'আমার মেয়েও ডাক্তার, নাইট ডিউটি করতে হয়', আরজি কর-কাণ্ডে উদ্বেগে ফিরহাদ

আরজিকর মেডিক্যাল কলেজে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের গলায় শোনা গেল গভীর উদ্বেগের সুর। এই নৃশংস ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁর মেয়েও একজন ডাক্তার, যাকে প্রায়ই নাইট ডিউটিতে যেতে হয়।

Advertisement
Mayor Firhad Hakim Reaction On Kolkata Dengue Situation Mayor Firhad Hakim Reaction On Kolkata Dengue Situation
হাইলাইটস
  • আরজিকর মেডিক্যাল কলেজে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের গলায় শোনা গেল গভীর উদ্বেগের সুর।
  • এই নৃশংস ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁর মেয়েও একজন ডাক্তার, যাকে প্রায়ই নাইট ডিউটিতে যেতে হয়।

আরজিকর মেডিক্যাল কলেজে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের গলায় শোনা গেল গভীর উদ্বেগের সুর। এই নৃশংস ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁর মেয়েও একজন ডাক্তার, যাকে প্রায়ই নাইট ডিউটিতে যেতে হয়। তিনি বলেন, 'শুধু আমার মেয়ের জন্য নয়, প্রতিটি মেয়ে ডাক্তারেরই আমি বাবা। এই ঘটনায় আমি খুব উদ্বিগ্ন। যা ঘটেছে তা অসহনীয়।'

আরজিকরে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনাটি পুরো রাজ্যকে স্তম্ভিত করেছে। হাসপাতালের ভিতরে এমন একটি ভয়াবহ অপরাধ ঘটায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার বোধ আরও বাড়িয়ে দিয়েছে। ফিরহাদ হাকিম আরও বলেন, 'এই চিকিৎসকরা আমাদের প্রাণ বাঁচান। তাঁকে এভাবে নৃশংসভাবে খুন হতে হল। কড়া আইনের মাধ্যমে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।'

কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলও সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘটনার উপর তদন্তের গতি নিয়ে কথা বলেন। তিনি বলেন, 'পরিবার চাইলে তারা অন্য কোনও এজেন্সি দিয়ে তদন্ত করাতে পারে। আমাদের তরফে কোনও আপত্তি নেই।' পাশাপাশি, তিনি আশ্বস্ত করেন যে, দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

আরও পড়ুন

এমন একটি মর্মান্তিক ঘটনার পর, হাসপাতালের চিকিৎসা পরিষেবা যাতে কোনওভাবে ব্যাহত না হয়, সে বিষয়েও দৃষ্টি রাখার প্রয়োজনীয়তা উল্লেখ করেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, 'তদন্ত চলছে। কিন্তু নিরীহ রোগীদের যেন কোনওভাবেই ভুগতে না হয়, সেদিকেও নজর রাখতে হবে।'
 

 

TAGS:
Advertisement