scorecardresearch
 

Kunal Ghosh: CBI চার্জশিটে ক্ষোভ, 'আবার নতুন নাটক...' আন্দোলনকারী ডাক্তারদের নিশানা কুণালের

আজ অর্থাত্‍ সোমবার ডাক্তারদের সংগঠন IMA-কে বৈঠকে ডেকেছে নবান্ন। অন্যদিকে বেসরকারি হাসপাতালের ডাক্তাররাও আজ থেকে আংশিক কর্মবিরতি শুরু করছেন। এহেন পরিস্থিতিতে ডাক্তারদের আন্দোলনকে ফের 'রাজনৈতিক অঙ্ক' আখ্যা দিলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ।

Advertisement
কুণাল ঘোষ কুণাল ঘোষ
হাইলাইটস
  • আজ থেকে আংশিক কর্মবিরতি শুরু করছেন
  • আন্দোলনকারী ডাক্তাররা আসলে ন্যায় বিচার চায় না: কুণাল
  • দ্রোহের কার্নিভালের ডাক ডাক্তারদের

আরজি কর কাণ্ডের প্রতিবাদে পুজোর ৪ দিন বিভিন্ন প্যান্ডেলে আন্দোলন, স্লোগান দেখেছে রাজ্যবাসী। জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন চলছে গত ৫ অক্টোবর থেকে। দুজন জুনিয়র ডাক্তারের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে ভর্তি। সিনিয়র ডাক্তাররা গণইস্তফা দিচ্ছেন সরকারি হাসপাতালগুলিতে। আজ অর্থাত্‍ সোমবার ডাক্তারদের সংগঠন IMA-কে বৈঠকে ডেকেছে নবান্ন। অন্যদিকে বেসরকারি হাসপাতালের ডাক্তাররাও আজ থেকে আংশিক কর্মবিরতি শুরু করছেন। সিবিআই-এর চার্জশিট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের দাবি, চার্জশিটে শুধুমাত্র সঞ্জয় রায়ের নাম। সিবিআই চার্জশিটের প্রতিবাদে আজ রাজভবন অভিযানেরও ডাক দিয়েছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। এহেন পরিস্থিতিতে ডাক্তারদের আন্দোলনকে ফের 'রাজনৈতিক অঙ্ক' আখ্যা দিলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ।

আন্দোলনকারী ডাক্তাররা আসলে ন্যায় বিচার চায় না: কুণাল

এদিন এক্স হ্যান্ডেলে কুণাল দাবি করলেন, আন্দোলনকারী ডাক্তাররা আসলে ন্যায় বিচার চায় না। কুণালের বক্তব্য, 'আবার নতুন নাটক জুনিয়র ডাক্তারদের একাংশের। এতদিন ছিল We want CBI. এখন বলছে, CBI chargesheet মানি না। কেন একজনকে? যাকে পুলিশই ধরেছে। ওরা নাকি রাজভবন যাবে। ইয়ার্কি হচ্ছে? যে জুনিয়র ডাক্তাররা ময়নাতদন্ত সংক্রান্ত নথিতে সই করে মান্যতা দিয়ে পরে চেপে গিয়ে বিপ্লবে, এবার আগে তাদের গ্রেপ্তার করে জেরা করুক সিবিআই। কাদের কথায় অবস্থান বদল? নিজেদের ইচ্ছেমত তদন্ত, কোর্ট চালাবে এরা? ভেবেছে কী? সিবিআইয়ের পরবর্তী চার্জশিট পর্যন্ত অপেক্ষা করছে না। এরা ন্যায়বিচার চায় না। নির্দিষ্ট রাজনৈতিক অঙ্কে অরাজকতা চায়।'

আরও পড়ুন

কুণাল ঘোষের এক্স হ্যান্ডেল পোস্ট
কুণাল ঘোষের এক্স হ্যান্ডেল পোস্ট

দ্রোহের কার্নিভালের ডাক ডাক্তারদের

বস্তুত, আগামিকাল অর্থাত্‍ মঙ্গলবার দুর্গাপুজো কার্নিভাল হবে রেড রোডে। ওই দিনই দ্রোহের কার্নিভালের ডাক দিয়েছেন আন্দোলনকারী ডাক্তাররা। ডাক্তারদেরকে এই ধরনের কর্মসূচি না করার আবেদন জানিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্ত। সরকারের অনুরোধ, দেশ-বিদেশের অতিথিরা আসবেন কার্নিভাল দেখতে। তাঁদের কাছে অন্যরকম বার্তা যাবে। একই সঙ্গে ডাক্তারদের অনশন প্রত্যাহারেরও আবেদন করেছে নবান্ন। ডাক্তার সুবর্ণ গোস্বামীর কথায়, 'রাজ্য সরকারের তরফে মেইল এসেছে দ্রোহের কার্নিভাল প্রত্যাহারের জন্য। কিন্তু দ্রোহের কার্নিভাল হবেই। কারণ একদিকে ফুর্তি চলবে, অন্যদিকে রাজ্যে এমন খুন-ধর্ষণ হবে।'

Advertisement

 

Advertisement