scorecardresearch
 

Russia Ukraine War: 'যুদ্ধ থামাতে নেতৃত্ব দিক ভারত,' 'রাষ্ট্রনেত্রী'র সুর মমতার গলায়

Mamata Banerjee On Russia Ukraine War: আলোচনার পথেই রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের মীমাংসা হওয়া সম্ভব বলে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়- ফাইল ছবি। মমতা বন্দ্যোপাধ্যায়- ফাইল ছবি।
হাইলাইটস
  • যুদ্ধ নয় শান্তির বার্তা মমতার।
  • শান্তি-আলোচনায় ভারতকে নেতৃত্বে চান মুখ্যমন্ত্রী।
  • ইতিমধ্যেই চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে।

রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে নেতৃত্ব দিক ভারত। বইমেলার উদ্বোধন করে এই বার্তাই দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, 'কোভিডের সঙ্গে লড়াই করতে দুবছর কেটে গেল। তাই আর যুদ্ধ নয়।'  

মমতা বলেন,'যুদ্ধ হচ্ছে। আমি কোনও দেশের পক্ষে বা বিপক্ষে কথা বলতে চাই না। আমরা বিশ্বশান্তির পক্ষে। প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি। এটা সাধারণ্যে চলে এসেছে তাই বলছি। একসময় জোটনিরপেক্ষ আন্দোলনে পথ দেখিয়েছিল ভারত। আসুন না ভারতই নেতৃত্ব দিয়ে যুদ্ধের সমাধান করে দিক। কথা বলে যা হয়, মানুষের প্রাণ কেড়ে নিয়ে তা হয় না।'

বইমেলায় অযথা কোনও বিক্ষোভ করবেন না বলেও বার্তা দেন মমতা। বলেন,'ও একটা স্টল দিয়েছে কেন বলে কোনও বিক্ষোভ করতে যাবেন না। বাংলার একটা নিজস্ব সংস্কৃতি আছে। বইমেলায় বিশ্বশান্তির উদ্দেশে শ্রদ্ধার্ঘ।'

এ দিন ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ভারত সরকারের পাশে থাকার বার্তা দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন মমতা। ওই চিঠিতে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের বরবারের নীতিকেও স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি লিখেছেন,'যুদ্ধের বিরুদ্ধে আমরা। আন্তর্জাতিক শান্তিরক্ষায় আমাদের ভূমিকা একই থাকুক।' সেই সঙ্গে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের ফেরানোর ব্যাপারেও লিখেছেন মমতা। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের উদ্যোগের পাশে রাজ্য থাকবে বলে জানিয়ে দিয়েছেন। 

পাশাপাশি সর্বদল বৈঠকের আর্জিও করেছেন মুখ্য়মন্ত্রী। তাঁর কথায়,'ইউক্রেন রাশিয়া যুদ্ধের আবহে ভারতের অবস্থান কী হওয়া উচিত তা নিয়ে রাজনৈতিক বিরোধিতার ঊর্ধ্বে উঠে সকলকে একসঙ্গে চলতে হবে।'

আরও পড়ুন- ইউক্রেন সঙ্কট: 'কেন্দ্রের পাশে আছি,' মোদীকে চিঠি মমতার

Advertisement