scorecardresearch
 

Sarada Case: অসুস্থ মাকে দেখার জন্য ছাড়, দীর্ঘ ১০ বছর পর বাড়ি ফিরলেন দেবযানী

সারদা চিটফাণ্ড মামলায় অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়। দুর্নীতির অভিযোগে গ্রেফতার দেবযানী মুখোপাধ্যায়কে দীর্ঘ প্রায় দশ বছর দু’মাস পর বাড়ি যাওয়ার অনুমতি দিয়েছে আদালত। তবে জামিন পাননি দেবযানী। আজ ২৫ জুন মাত্র ৬ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে অসুস্থ মাকে দেখতে বাড়ি যান সারদা কাণ্ডের অন্যতম অভিযুক্ত।

Advertisement
বাড়ি ফিরলেন দেবযানী মুখোপাধ্যায় বাড়ি ফিরলেন দেবযানী মুখোপাধ্যায়

সারদা চিটফাণ্ড মামলায় অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়। দুর্নীতির অভিযোগে গ্রেফতার দেবযানী মুখোপাধ্যায়কে দীর্ঘ প্রায় দশ বছর  দু’মাস পর বাড়ি যাওয়ার অনুমতি দিয়েছে আদালত। তবে জামিন পাননি দেবযানী। আজ ২৫ জুন মাত্র ৬ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে অসুস্থ মাকে দেখতে বাড়ি যান  সারদা কাণ্ডের অন্যতম অভিযুক্ত।

কড়া পুলিশি পাহারার মধ্যে রবিবার দুপুর ১২টা নাগাদ ঢাকুরিয়ার বাড়িতে যান দেবযানী মুখোপাধ্যায়। প্রসঙ্গ, সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়, আজ থেকে ১০ বছর আগে এই দুই নামকে ঘিরেই তোলপাড় পড়ে গেছিল গোটা রাজ্যে। সারদা চিটফান্ডের তদন্তে গ্রেফতার হয়েছিলেন সংস্থার মালিক সুদীপ্ত সেন ও তাঁর ঘনিষ্ঠ দেবযানী। সারদা মামলায় ২০১৩ সালের ২২ এপ্রিল কাশ্মীর থেকে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন সারদা কর্তা সুদীপ্ত সেন এবং তাঁর ছায়াসঙ্গী দেবযানী মুখোপাধ্যায়। পরের বছর অর্থাৎ ২০১৪ সালে সারদা টুর অ্যান্ড ট্রাভেলস মামলায় অভিযুক্ত হন দেবযানী। তার পর থেকে চলছে তদন্ত। সুদীপ্ত বা দেবযানী কেউই জামিন পাননি। অবশেষে ১০ বছর পরে বন্দিজীবন থেকে সাময়িক মুক্তি পেলেন দেবযানী।

বর্তমানে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে রয়েছেন দেবযানী মুখোপাধ্যায়। জানা গিয়েছে, কয়েকদিন ধরেই তাঁর মা অত্যন্ত অসুস্থ। এরপরেই প্যারোলে বাড়ি যাওয়ার জন্য আবেদন জানান দেবযানী মুখোপাধ্যায়ের আইনজীবী। জানা গিয়েছে, দেবযানীর আবেদনটি পাঠানো হয়েছিল বিশেষ CBI আদালতে। সেখান থেকেই তাঁকে প্যারোলে বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এদিন কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে ঢাকুরিয়ার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বর মাসে দেবযানী মুখোপাধ্যায়ের মা শর্বরী মুখোপাধ্যায় CID-র বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছিলেন। শর্বরী মুখোপাধ্যায়ের অভিযোগ ছিল, মেয়ের উপর মানসিক চাপ সৃষ্টি করছে CID। এই অভিযোগ তুলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে চিঠিও দেন শর্বরী মুখোপাধ্যায়। এরপরেই বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন বিরোধীদের একাংশ। যদিও পরে CID-র তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয় দেবযানীর মায়ের যাবতীয় দাবি ভিত্তিহীন। 

Advertisement

Advertisement