scorecardresearch
 

Abhishek Banerjee On Mahua Moitra: 'উনি নিজের লড়াই নিজে লড়ার যোগ্য,' মহুয়া-ইস্যুতে মন্তব্য অভিষেকের

মহুয়া ইস্যুতে মুখ খুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ ইডি দফতরে হাজিরা দেন অভিষেক। প্রায় ১ ঘণ্টা পর বেরিয়ে এসে অভিষেক নানা ইস্যুতে মুখ খোলেন।

Advertisement
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • আজ ইডি দফতরে হাজিরা দেন অভিষেক
  • প্রায় ১ ঘণ্টা পর বেরিয়ে এসে অভিষেক নানা ইস্যুতে মুখ খোলেন

মহুয়া ইস্যুতে মুখ খুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ ইডি দফতরে হাজিরা দেন অভিষেক। প্রায় ১ ঘণ্টা পর বেরিয়ে এসে অভিষেক নানা ইস্যুতে মুখ খোলেন। সাংবাদিকরা তাঁকে মহুয়া মৈত্রর বিরুদ্ধে ওঠা 'টাকার বদলে প্রশ্ন' মামলা নিয়ে প্রশ্ন করেন। জবাবে অভিষেক স্পষ্টতই জানিয়ে দেন যে এই লড়াই মহুয়ার একার। অভিষেক বলেন, 'মহুয়া এই লড়াই একা লড়ার জন্য যোগ্য।'

এদিকে, লোকসভার এথিক্স কমিটির খসড়া রিপোর্টে মহুয়াকে দ্রুত বহিষ্কার করার সুপারিশ করা হয়েছে বলে সূত্রের খবর। এছাড়াও গতকাল বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে দাবি করেন যে মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন লোকপাল। এই বিষয়ে বিজেপি ও কেন্দ্রকে নিশানা করেন অভিষেক। তাঁর প্রশ্ন, কীভাবে বহিষ্কারে সুপারিশ করা হল যখন তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ডায়মন্ডহারবারের সাংসদ বলেন, 'যদি কেউ সরকারের বিরুদ্ধে লড়তে চায়, সরকারকে প্রশ্ন করে, আদানিদের বিরুদ্ধে সরব হয়, কী উপায়ে তাঁকে সাংসদ পদ থেকে সরানো যায়, সেই প্রক্রিয়া শুরু হয়ে যায়। এথিক্স কমিটির সুপারিশের খসড়া আমার হাতেও এসেছে। তাতে দেখলাম, মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে বলা হয়েছে। বলা হয়েছে তদন্ত করে দেখতে হবে, তাহলে বহিষ্কারের সুপারিশ করা হল কী করে? মহুয়া নিজের লড়াই নিজে লড়ার যোগ্য। আমাকেও চার বছর ধরে ডাকছে, জিজ্ঞাসাবাদ করছে। এক মামলায় কিছু না পেলে আবার অন্য মামলায় নাম জড়াচ্ছে। এরা এটাই করে। এটা প্রতিহিংসা ছাড়া কিছু নয়। সাধারণ মানুষ সব জানে।'

আরও পড়ুন

Advertisement