scorecardresearch
 

Rohan Mitra: অধীরকে পত্রাঘাত সোমেন-পুত্রের, ছাড়লেন প্রদেশ কংগ্রেসের পদ

ফের ধাক্কা কংগ্রেসে। এবার প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দিলেন সোমেন মিত্রের ছেলে রোহন মিত্র। তবে এই পদ ছাড়লেও তিনি কংগ্রেসেই থাকবেন বলে জানিয়েছেন।

Advertisement
অধীর ও রোহন অধীর ও রোহন
হাইলাইটস
  • ফের ধাক্কা প্রদেশ কংগ্রেসে
  • এবার প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দিলেন সোমেন মিত্রের ছেলে রোহন মিত্র
  • তিনি দলে অপমানিত হয়েছেন বলে অভিযোগ রোহনের

ফের ধাক্কা কংগ্রেসে। এবার প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দিলেন সোমেন মিত্রের ছেলে রোহন মিত্র। তবে এই পদ ছাড়লেও তিনি কংগ্রেসেই থাকবেন বলে জানিয়েছেন। 

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে ৩ পাতার চিঠি পাঠিয়ে ইস্তফার কারণ বর্ণনা করেছেন সোমেন-পুত্র। চিঠির ছত্রে ছত্রে তিনি প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ও অধীর চৌধুরীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এদিকে আজই রাজ্যের নেতাদের নিয়ে বৈঠক ডেকেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ঠিক তার আগে এই চিঠি সামনে চলে আসায় শোরগোল পড়ে গিয়েছে কংগ্রেসের অন্দরে। 

রোহনের পাঠানো চিঠি
রোহনের পাঠানো চিঠি

চিঠিতে কী লিখেছেন রোহন? অধীর চৌধুরীর মেয়াদকালে তাঁকে বারবার অপমান করা হয়েছে বলে অভিযোগ করেন রোহন। তিনি চিঠিতে আরও লিখেছেন, অধীরের নেতৃত্বে তাঁর পক্ষে কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। কারণ, তাঁকে বারবার অপমানিত হতে হয়েছে। প্রতিহিংসার কারণে  অধীর তাঁর যুব কংগ্রেসের সভাপতি হওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। আব্দুল মান্নান এক্ষেত্রে অধীরের সঙ্গে হাত মিলিয়েছিলেন। 

অধীর চৌধুরীকে আক্রমণ করলেও তিনিই যে সোমেন মিত্রের মৃত্যুর পর যোগ্য প্রদেশ কংগ্রেস সভাপতি, সেই কথাও চিঠিতে লিখেছেন রোহন। তবে তিনি যাঁদের সঙ্গে কাজ করছেন, তাঁরা যোগ্য নন বলে দাবি করেন সোমেন-পুত্র। 

দলের সাধারণ সম্পাদকের পদ ছাড়লেও তিনি কংগ্রেস ছাড়ছেন না বলে চিঠিতে সাফ জানিয়েছেন রোহন। জানিয়েছেন, কংগ্রেসের একজন কর্মী হিসেবে তিনি কাজ করে যাবেন। সংবাদমাধ্যমকেও তিনি জানান, 'অধীর চৌধুরীর নেতৃত্বাধীন কমিটি থেকে ইস্তফা দিলেও দল ছাড়িনি। আগামী দিনেও অধীর চৌধুরীর ডাকা কোনও বৈঠকে যাব না। আমি কংগ্রেসের একজন সাধারণ সৈনিক হিসেবে কাজ করে যাব। তৃণমূলে যাওয়ার কোনও প্রশ্নই উঠছে না।' 

Advertisement

Advertisement