scorecardresearch
 

Partha Chatterjee SSC Scam: পার্থর জামিন মঞ্জুর হল না, 'বড়দিন'-এর আগে বড় ধাক্কা হাইকোর্টে

Partha Chatterjee Bail Plea Rejected: সিবিআই-এর আইনজীবী সওয়াল করে বলেন, ওই ৫ জনের জামিন মঞ্জুর হলে তার প্রভাব পড়বে তদন্তে, কারণ পার্থ চট্টোপাধ্যায় প্রভাবশালী। ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি রাজ্যের মন্ত্রী ছিলেন।

Advertisement
পার্থ চট্টোপাধ্যায়-- ফাইল ছবি পার্থ চট্টোপাধ্যায়-- ফাইল ছবি
হাইলাইটস
  • বছর শেষেও জেলেই কাটবে পার্থদের
  • পার্থ সহ ৫ অভিযুক্তের জামিন নিয়ে দ্বিমত ছিল
  • পার্থ প্রভাবশালী, আদালতে সওয়াল আইনজীবীর

২০২৪-এর শেষটাও জেলেই কাটবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। SSC-তে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থর জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। সিবিআই-এর দায়ের করা এই মামলায় জামিন খারিজ হয়ে গিয়েছে কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিন্‌হা, সুবীরেশ ভট্টাচার্য এবং অশোককুমার সাহারও। আজ অর্থাত্‍ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর পর্যবেক্ষণ, 'সততার সঙ্গে পরীক্ষা দিয়ে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। ট্রায়ালের অনুমতি দিতে রাজ্য কেন চুপ?'

বছর শেষেও জেলেই কাটবে পার্থদের

এর আগে বিচারপতি অরিজিত্‍ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে এই মামলায় দ্বিমত পোষণ করায় মামলাটি চলে যায় বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বিশেষ বেঞ্চে। এদিন ওই বেঞ্চে পার্থ সবার জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়। যার নির্যাস, বর্ষশেষে পার্থদের জেলেই কাটবে। 

আরও পড়ুন

পার্থ সহ ৫ অভিযুক্তের জামিন নিয়ে দ্বিমত ছিল

এসএসসি দুর্নীতিতে সিবিআই-এর করা মামলায় জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় সহ নয় অভিযুক্ত। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ গত ২০ নভেম্বর এই মামলায় যে রায় দেন, তাতে  বিচারপতি বন্দ্যোপাধ্যায় ৯ অভিযুক্তেরই জামিন মঞ্জুর করেছিলেন। কিন্তু বিচারপতি অপূর্ব সিনহা রায় পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, অশোক, শান্তিপ্রসাদ সিনহা ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিন মঞ্জুর করতে চাননি। মতান্তর হওয়ায় এই ৫ জনের জামিনের আবেদনের মামলাটি স্থানান্তর করা হয় বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বিশেষ বেঞ্চে। সেখানেও আজ জামিনের আবেদন খারিজ হয়ে গেল। 

পার্থ প্রভাবশালী, আদালতে সওয়াল আইনজীবীর

সিবিআই-এর আইনজীবী সওয়াল করে বলেন, ওই ৫ জনের জামিন মঞ্জুর হলে তার প্রভাব পড়বে তদন্তে, কারণ পার্থ চট্টোপাধ্যায় প্রভাবশালী। ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি রাজ্যের মন্ত্রী ছিলেন।

Advertisement

Advertisement