এবার অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের মেয়ে সুকন্যা মন্ডলকে গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে ইডি।
গরু পাচার মামলায় এর আগেও একাধিকবার তলব করা হয় অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্য মণ্ডলকে। তবে বারেবারেই হাজিরা এড়িয়ে যান তিনি। অবশেষে আজ দিল্লিতে ইডির দফতরে হাজিরা দেন সকুন্যা। কিন্তু জিজ্ঞাসাবাদে সুকন্যার দেওয়া উত্তরে সন্তুষ্ট না হয়ে শেষ পর্যন্ত তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
সূত্রের খবর, বুধবার সকালেই ডেকে পাঠানো হয় অনুব্রতর কন্যাকে। দিনভর তাঁকে জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকেরা। তদন্তকারীদের একাংশের দাবি, সুকন্যা জিজ্ঞাসাবাদের সময় সহযোগিতা করছিলেন না। তার পরই সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করা হয়।
গরু পাচার মামলায় এর আগে ১৫ ও ২০ মার্চও সুকন্যা মণ্ডলকে তলব করা হয়। কিন্তু সেই সময় শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান কেষ্ট-কন্যা। এরপর আজ দিল্লিকে ইডির দফতরে হাজিরা দেন তিনি। সুকন্যার সঙ্গে ছিলেন তাঁর আইনজীবীও। যদিও তাঁর আইনজীবীকে অবশ্য জিজ্ঞাসাবাদের জায়গায় ঢুকতে দেওয়া হয়নি বলেই সূত্র মারফৎ জানা যাচ্ছে। এদিন তাঁকে বিভিন্ন প্রশ্ন করা হলেও, প্রায় সব প্রশ্নের উত্তরেই সুকন্যা জানান, তিনি কিছু জানেন না, তাঁর নাম ব্যবহার করা হয়েছে। এমনকী যে সমস্ত প্রশ্নের উত্তর তিনি দেন, সেগুলিও অসঙ্গতি পূর্ণ ছিল বলে সূত্রের খবর। এরপরেই তাঁকে গ্রেফতার করা হয়। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে সেই অনুযায়ী, আগামিকাল সুকন্যা মণ্ডলকে রউস অ্যাভিনিউ আদালতে পেশ করা হবে। আদালতে তাঁকে নিজেদের হেফাজতে চাইতে পারে ইডি।
প্রসঙ্গত, গরু পাচার মামলায় এর আগে গ্রেফতার করা হয়েছে সুকন্যা মণ্ডলের বাবা অনুব্রত মণ্ডলকে। গত অগাস্ট মাসে গ্রেফতার করা হয় বীরভূমের এই 'প্রভাবশালী' তৃণমূল নেতাকে। বর্তমানে দিল্লির তিহার জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। আর এবার গ্রেফতার করা হল অনুব্রতর কন্যা সুকন্যাকেও।
আরও পড়ুন - 'ডেডবডি ওই ভাবে নিয়ে যাওয়া উচিত হয়নি, কিন্তু কী করবে?' কালিয়াগঞ্জ ইস্যুতে মমতা