২৪ ঘণ্টা কেটে গিয়েছে। এখনও হাসপাতালে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। রবিবার দুপুরে আলিপুরদুয়ারের বেসরকারি হাসপাতালে তাঁকে দেখতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে হাসপাতাল চত্বরে দাঁড়িয়েই তিনি বলেন,'বুদ্ধদেব ভট্টাচার্য সৎ রাজনীতিক।'
এ দিন শুভেন্দু বলেন,'ডাক্তারবাবুরা বলেছেন,অক্সিজেনের স্তর ঠিক করতে পেরেছেন। পরিস্থিতির উন্নতি হয়েছে। চিকিৎসকদের উপরে ভরসা রাখা উচিত। এমন একজন সৎ রাজনীতিবিদ দলমতনির্বিশেষে সকলের শ্রদ্ধার ব্যক্তি। কাঁচের ঘরের বাইরে প্রায় ৫ মিনিট দাঁড়িয়ে দেখেছি বুদ্ধদেব ভট্টাচার্যকে। ডাক্তারবাবুরা সহযোগিতা করেছেন। ওঁর পার্টির নেতারা আমাকে জানিয়েছেন সবটা। সকলেই আন্তরিকতা দেখিয়েছেন।'
রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করতেই শুভেন্দু জানান, অন্য কোনও প্রশ্নের উত্তর দেবেন না। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন,'আমি এককথায় বলতে পারি, ওঁর সময়ে বিধায়ক ছিলাম। ওঁর মতো সৎ রাজনীতিক পশ্চিমবঙ্গে খুব বিরল। এমন দুজন হবেন কিনা সন্দেহ!'
জানা গিয়েছে, হাসপাতালে সম্পূর্ণ ভেন্টিলেশনে রাখা হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। তাঁর চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের অন্যতম সদস্য কৌশিক চক্রবর্তী জানিয়েছেন, শনিবার সন্ধ্যা থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর অ্যান্টিবায়োটিকের ডোজ পরিবর্তন করা হয়েছে। সেই ওষুধে কেমন কাজ হচ্ছে জানতে ২৪ থেকে ৩৬ ঘণ্টা অপেক্ষা করতে হবে। রবিবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর সিটি স্ক্যান করানোর পরিকল্পনা বাতিল করা হয়েছে।