scorecardresearch
 

'উপনির্বাচনে TMC-র তাড়া কেন?' উত্তরাখণ্ড প্রসঙ্গ তুললেন শুভেন্দু

রাজ্যের উপ-নির্বাচন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রামে শুভেন্দুর কাছে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ৬ মাসের মেয়াদে মুখ্যমন্ত্রীর পদে বসেছেন তিনি। তাঁকে এই পদ ধরে রাখতে গেলে নির্দিষ্ট সময়ের মধ্যে উপনির্বাচনে জিতে আসতে হবে। তবে করোনার কারণে এখনই উপনির্বাচনের পক্ষপাতি নয় তাঁরা, আজ জানিয়ে দিলেন শুভেন্দু।

Advertisement
শুভেন্দু ও মমতা শুভেন্দু ও মমতা
হাইলাইটস
  • রাজ্যের উপ-নির্বাচন নিয়ে  ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর
  • তৃণমূলের এত তাড়া কেন? মমতাকে কটাক্ষ শুভেন্দুর

রাজ্যের উপ-নির্বাচন নিয়ে  ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রামে শুভেন্দুর কাছে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ৬ মাসের মেয়াদে মুখ্যমন্ত্রীর পদে বসেছেন তিনি। তাঁকে এই পদ ধরে রাখতে গেলে নির্দিষ্ট সময়ের মধ্যে উপনির্বাচনে জিতে আসতে হবে। তবে করোনার কারণে এখনই উপনির্বাচনের পক্ষপাতি নয় তাঁরা, আজ জানিয়ে দিলেন শুভেন্দু। 

আজ রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু। সেখানে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, 'ভ্যাকসিনেশন সম্পূর্ণ না হলে আমরা উপনির্বাচনের পক্ষপাতি নই। একুশের বিধানসভা ভোটের সময় মাদ্রাজ হাইকোর্টের যে পর্যবেক্ষণ ছিল, সেই পরিস্থিতির এখনও পরিবর্তন হয়নি। আর তৃণমূলের ভোট নিয়ে এত মাথা ব্যথা কেন?' 

আরও পড়ুন : উচ্চ-প্রাথমিক নিয়োগ-জট, এই সপ্তাহে হবে না শুনানি

এরপরই শুভেন্দুর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, 'যারা রাজ্যে গত ৪ বছরে একের পর এক ভোট করাতে পারেনি, তারা এখন তাড়াহুড়ো করছে কেন? BJP কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে উত্তরাখণ্ডের Non MLA-কে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে বিধায়ককে মুখ্যমন্ত্রীর পদে বসিয়েছে। সুতরাং ভারতীয় জনতা পার্টির অবস্থান স্পষ্ট। নতুন করে বলার কিছু নেই। আসলে উপনির্বাচন নিয়ে তৃণমূল খুব উদ্বিগ্ন। কারণ, ওদের দলের একজনই তো সব।' 

এদিকে এরই মধ্যে উপনির্বাচনের দাবি নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। বকেয়া উপ নির্বাচনের দাবিতে ১৫ জুলাই কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, ।ভবানীপুর, খড়দা, শান্তিপুর, দিনহাটা, জঙ্গিপুর, সামশেরগঞ্জ, গোসাবা- এই কেন্দ্রগুলিতে উপনির্বাচন রয়েছে। 

Advertisement