scorecardresearch
 

Primary Teachers Recruitment Scam Case: আরও ৫৯ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল, নির্দেশ হাইকোর্টের

গতকাল অর্থাত্‍ বুধবার ১৪৩ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। আদালতের নির্দেশ তাঁদের মাইনেও বন্ধ হচ্ছে। তার আগে ডিসেম্বরে ৫৩ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেয় হাইকোর্ট। 

Advertisement
কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট
হাইলাইটস
  • ৫৯ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল
  • বুধবার ১৪৩ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল
  • মোট ২৫৫ জনের মাইনে বন্ধ

TET নিয়োগ দুর্নীতিতে আরও ৫৯ জনের চাকরি বাতিলের সিদ্ধান্তই বহাল রাখল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এমনকী তাদের মাইনে বন্ধ করারও নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে ২৫৫ জন প্রাথমিক শিক্ষকের চাকরি (Primary Teachers in Bengal) বাতিলের নির্দেশ দিল হাইকোর্ট।

৫৯ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল

আজ অর্থাত্‍ বৃহস্পতিবার ৬১ জন প্রাথমিক শিক্ষকের চাকরির আবেদনের শুনানি হয়। যাবতীয় নথি খতিয়ে দেখে হাইকোর্ট। এরপর ৫৯ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বাকি দুজনের মামলার শুনানি পরে হবে বলে জানায় আদালত। 

বুধবার ১৪৩ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল

গতকাল অর্থাত্‍ বুধবার ১৪৩ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। আদালতের নির্দেশ তাঁদের মাইনেও বন্ধ হচ্ছে। তার আগে ডিসেম্বরে ৫৩ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেয় হাইকোর্ট। 

আরও পড়ুন: TET দুর্নীতি: আরও ৫৩ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের

মোট ২৫৫ জনের মাইনে বন্ধ

প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে ২৬৮ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যান ওই শিক্ষকরা। সুপ্রিম কোর্টে জানিয়ে দেয়, হাইকোর্টেই প্রমাণ দিতে হবে। যা সিদ্ধান্ত নেওয়ার হাইকোর্ট নেবে। আপাতত ২৫৫ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশেই অনড় থাকল কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন: Justice Abhijit Ganguly High Court : প্রাথমিকের ১৪৩ জনের চাকরি বাতিল,বেতন বন্ধের নির্দেশ

রাজ্যের ৫৩০টি বেসরকারি বিএড এবং ডিএলএড কলেজের থেকে মানিক-পুত্রের সংস্থা এককালীন ৫০ হাজার টাকা করে নিয়েছিল বলে অভিযোগ তুলেছিল ইডি। এই আর্থিক লেনদেনের বিষয়ে তাপস কিছু জানেন কি না, তা তাঁর কাছে আগেই জানতে চেয়েছিল ইডি।

Advertisement

Advertisement