scorecardresearch
 

Thakurpukur Murder: ঠাকুরপুকুরে রক্তারক্তি, স্কুটি থেকে নামিয়ে কোপের পর কোপ, খুন যুবক

স্কুটি থেকে নামিয়ে যুবককে অস্ত্রের কোপ রাস্তায়। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে ছটফট করতে থাকেন তিনি। পরে মৃত্যু হয়েছে তাঁর। বুধবার, চতুর্থীর সকালে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল বেহালার ঠাকুরপুকুর এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
ফাইল ছবি। ফাইল ছবি।
হাইলাইটস
  • স্কুটি থেকে নামিয়ে যুবককে অস্ত্রের কোপ রাস্তায়।
  • রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে ছটফট করতে থাকেন তিনি।
  • পরে মৃত্যু হয়েছে তাঁর।

স্কুটি থেকে নামিয়ে যুবককে অস্ত্রের কোপ রাস্তায়। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে ছটফট করতে থাকেন তিনি। পরে মৃত্যু হয়েছে তাঁর। বুধবার, চতুর্থীর সকালে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল বেহালার ঠাকুরপুকুর এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম অনিমেষ সিংহ। ২৬ বছরের যুবক বুধবার সকালে স্কুটি করে ঠাকুরপুকুরের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সাড়ে ৮টা নাগাদ শীলপাড়া এলআইসি মোড়ের কাছে তাঁকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি স্কুটি থেকে নামিয়ে আনেন। কিছু বুঝে ওঠার আগেই যুবককে কোপানো হয় বলে অভিযোগ। তারপর ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্ত। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে ছটফট করছিলেন অনিমেষ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তড়িঘড়ি যুবককে নিয়ে যাওয়া হয়েছিল কলকাতার এসএসএসকেএম হাসপাতালে। কিন্তু চিকিৎসকেরা যুবককে মৃত বলে ঘোষণা করেন।

কী কারণে এই খুন, তা এখনও জানা যায়নি। খুনির পরিচয়ও মেলেনি। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে পড়েছে পুলিশ। চলছে মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা। অন্য দিকে, সাত সকালে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

আরও পড়ুন

 

Advertisement