scorecardresearch
 

গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা তৃণমূলেরই, গোষ্ঠী সংঘর্ষে জেরবার শাসকদল

নিউটাউন এলাকায় তৃণমূলের অভ্যন্তরীণ সংঘর্ষে ফের উত্তপ্ত হল পরিস্থিতি। মঙ্গলবার রাতে তৃণমূল গ্রাম পঞ্চায়েত বাড়িতে হামলা করেছে তৃণমূল এমনই অভিযোগ উঠল। এমনকী ওই বাড়িতে ভাড়াটিয়াদের ঘরেও ছিনতাই করে দুষ্কৃতীরা।

Advertisement
নিউটাউন এলাকায় তৃণমূলের অভ্যন্তরীণ সংঘর্ষে ফের উত্তপ্ত হল পরিস্থিতি। নিউটাউন এলাকায় তৃণমূলের অভ্যন্তরীণ সংঘর্ষে ফের উত্তপ্ত হল পরিস্থিতি।
হাইলাইটস
  • নিউটাউন এলাকায় তৃণমূলের অভ্যন্তরীণ সংঘর্ষে ফের উত্তপ্ত হল পরিস্থিতি
  • তৃণমূল গ্রাম পঞ্চায়েত বাড়িতে হামলা করেছে তৃণমূল
  • এমনকী ওই বাড়িতে ভাড়াটিয়াদের ঘরেও ছিনতাই করে দুষ্কৃতীরা

নির্বাচন যত সামনে আসছে ততই শাসক দলের অন্দরে বিরোধ প্রকাশ্য আসছে। নিউটাউন এলাকায় তৃণমূলের অভ্যন্তরীণ সংঘর্ষে ফের উত্তপ্ত হল পরিস্থিতি। মঙ্গলবার রাতে তৃণমূল গ্রাম পঞ্চায়েত বাড়িতে হামলা করেছে তৃণমূল এমনই অভিযোগ উঠল। এমনকী ওই বাড়িতে ভাড়াটিয়াদের ঘরেও ছিনতাই করে দুষ্কৃতীরা। গ্রাম পঞ্চায়েত প্রধানের দাবি ওই দুষ্কৃতীদের সাহায্য করেছেন তৃণমূল নেতা তাপস চট্টোপাধ্যায়। 

অভিযোগ, মঙ্গলবার রাতে কয়েকজন দুষ্কৃতী নিউটাউনের শুলানগুড়ি এলাকায় জ্যাংরা হাতিয়ারা গ্রামপঞ্চায়েতের বাড়িতে হামলা চালায়। ওই বাড়িতে ভাড়াটিয়ার ঘরে ঢুকে সমর মন্ডলের ঘরে ঢুকে লাঠিপেটা করেছে বলে অভিযোগ করা হয়েছে। দুষ্কৃতীরা মাতাল অবস্থায় ছিল এমনটাও বলা হয়। 

এমনকী দুষ্কৃতীরা ঘরের ভিতরে ঢুকে সমরবাবুর স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে এমন অভিযোগও করা হয়। তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্য অনুপম বিশ্বাস এর ঘটনার নেপথ্যে দলের অপর নেতা তাপস চট্টোপাধ্যায়কেই কাঠগড়ায় তুলেছেন। যদিও তাপস চট্টোপাধ্যায় এই অভিযোগ অস্বীকার করেছেন। এই ঘটনার পরই সেখানে পৌঁছয় নিউটাউন থানার পুলিশ।

অনুপম বিশ্বাস বলেন, "এরা সবাই তৃণমূলের লোক। তারা আসলে দুষ্কৃতী। চুরি, ডাকাতের সঙ্গে জড়িত। বাবু সোনা এদের নেতা। যিনি তাপস চট্টোপাধ্যায়ের কাছে লোক। আমরা পুলিশকে জানিয়েছি। তারা রাতে এসে তদন্ত করেছে। তারা আমার ভাড়াটে ছেলেকে মারধর করেছে এবং তার স্ত্রীর পোশাক ছিঁড়ে ফেলেছে।" আহত ভাড়াটিয়া সমর মন্ডল জানান, "আমাকে লাঠি দিয়ে মারধর করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন ছুরি নিয়ে এসে আমাকে খুনের হুমকি দিয়েছিল। আমার প্রশ্নের কোনও উত্তর দেয়নি তাঁরা। অনুপমদার নাম নিয়ে কথা বলছিল।"

এই ঘটনা অস্বীকার করে অপর তৃণমূল নেতা তাপস চট্টোপাধ্যায় বলেন, "তারা আমাদের দলের সদস্য কিনা তা আমার কোনও ধারণা নেই। যে এই কথা বলেছেন, নিশ্চয় তার একটা উদ্দেশ্য আছে। দল আমাকে বিশেষ দায়িত্ব দিয়েছে আমি সেই কাজে ব্যস্ত। কী ঘটেছে আমার কোনও ধারণা নেই। এটা সাজানো ঘটনা। "

Advertisement

Advertisement