বাংলা জয় করতে নয়া রণকৌশল নিয়েছে গেরুয়া শিবির। আর তার অঙ্গ হিসাবেই একের পর এক গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতার আগমন ঘটছে রাজ্যের মাটিতে। পিছিয়ে নেই অমিত শাহ- জেপি নাড্ডারা। চলতি মাসেই ফের বাংলা সফরে আসার কথা রয়েছে শাহের। আসবেন সর্বভারতীয় সভাপতি নাড্ডাও। এমনকি প্রধানমন্ত্রী স্বয়ং দলীয় কর্মীদের মনোবল বাড়াতে আসতে পারেন বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যে বিজেপির এক ঝাঁক এক কেন্দ্রীয় নেতাকে বহিরাগত বলে স্বয়ং কটাক্ষ করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহিরাগত অস্ত্রে বিজেপিকে নিশানা করছে তৃণমূলের অন্যান্য নেতারাও। আর এর মাঝেই গেরুয়া শিবিরের এই নেতাদের এবার 'ট্যুরিস্ট গ্যাং' বলে নিশানা করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন।
বরাবরই সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ থাকতে দেখা যায় ডেরেককে। সোমবারও কৃষক বিক্ষোভ নিয়ে ট্যুইটারে বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তৃণমূল নেতা। মঙ্গলবারও একই ভাবে গেরুয়া শিবিরকে নিশানা করলেন ডেরেক। বহুবার রাজ্যের পাওনা কেন্দ্র মেটায়নি বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি এ নিয়ে প্রধানমন্ত্রীকে তিনি চিঠিও দিয়েছেন, দরবার করেছেন সামনসামনি। তারপরেও বাকি রয়েছে ন্যায্য পাওনা। সেই বকেয়া পাওনা নিয়েই এবার ট্যুইট করলেন ডেরেক। কোন প্রকল্পের দরুণ কেন্দ্রের কাজ্যে রাজ্যের কতটাকা পাওনা রয়েছে তাই এদিন সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন ডেরেক।
Mitron,Modi-Shah’s tourist gang hanging around in Bengal,could start by clearing funds owed to Bengal. Here's the break-up👇Facts.Not faff.
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) December 1, 2020
মিত্রো,মোদী - শাহ র ট্যুরিস্ট গ্যাং বাংলায় ঘুরে বেড়াচ্ছে, ওদের উচিত আগে বাংলার পাওনা মিটিয়ে দেওয়া। কয়েকটি সঠিক পরিসংখ্যান দেওয়া হল 👇 pic.twitter.com/9HFjnY9G9k
প্রসঙ্গত মঙ্গলবার থেকেই বাংলায় চালু হল রাজ্য সরকারের দুয়ারে দুয়ারে সরকার প্রকল্প। এই প্রকল্পের অধীনে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবেন প্রশাসনের কর্মীরা। সঙ্গে কেউ কোনও সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হলে তাঁকে সেই প্রকল্পের আওতায় আনার প্রক্রিয়াও শুরু করবেন তাঁরা। আর এই দিনই রাজ্যের বকেয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন ডেরেক। তৃণমূলের রাজ্যসভার সাংসদের ট্যুইট অনুযায়ী কেন্দ্রের কাছে রাজ্যের পাওনার মোট পরিমাণ ৮৫ হাজার ৭২০ কোটি টাকা। যার মধ্যে সর্বশিক্ষা অভিযানে বকেয়া রয়েছে ১৪ হাজার ৫২০ কোটি, সমগ্র শিক্ষা মিশনে ৯৭০ কোটি, মিড ডে মিলে ২৩৩ কোটি, স্বচ্ছ ভারত মিশনে ২৭৫ কোটি, মনরেগায় ৬৩১ কোটি, আমরুতে ২৫৪ কোটি, ছিটমহল বিনিময় বাবদ ১৮৮ কোটি, বিআরজিএফে ২ হাজার ৩৩০ কোটি, বেসিক গ্রান্টের ক্ষেত্রে ৪৩৮ কোটি।
রাজ্যের পাওনা প্রসঙ্গে তাই মোদী-শাহকে আক্রমণ করেছেন ডেরেক ও'ব্রায়েন। বাংলা জয় করতে মরিয়া গেরুয়া শিবির এরাজ্যে একাধিক কেন্দ্রীয় নেতাকে পাঠিয়েছেন। যারা ইতিমধ্যে বাংলার বিভিন্ন প্রান্তে গিয়ে জল মাপার চেষ্টা করছেন। আর এই নেতাদেরই এবার ট্যুরিস্ট গ্যাং বলে কটাক্ষ করেছেন ডেরেক। বিধানসভা ভোটের দিকে লক্ষ্য রেখে অমিত-শাহ মোদীরা বাংলাকে সোনার বাংলা বানানোর ডাক দিয়েছেন। সেই নিয়েই এবার রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় অভিযোগ তুলে সরব হলেন তৃণমূল সাংসদ।