scorecardresearch
 

Mamata Banerjee at TMCP Rally: '১৬ দিন হয়ে গেল, কোথায় গেল বিচার?' আরজি কর কাণ্ডে প্রশ্ন মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই বলেন, ‘নির্যাতিতদের উৎসর্গ করছি আজকের দিনটা। দেশ জুড়ে নির্যাতিতা এবং তাঁদের পরিবারকে উৎসর্গ করছি।’ আরজি কর-কাণ্ডে বিজেপির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আসল আন্দোলনের মুখ ঘোরানোর চেষ্টা করছে বিজেপি। আজকে জেনেশুনে বন্‌ধ ডেকেছে। ওদের বডি চাই। আমরা বিচার চাই, দোষী ব্যক্তির শাস্তি চাই। আর ওরা আসল আন্দোলনে জল ঢেলে দিয়েছে। বাংলাকে বদনাম করার খেলায় নেমেছে। আমি তাদের ধিক্কার জানাই।’

Advertisement
'১৬ দিন হয়ে গেল, কোথায় গেল বিচার?' আরজি কর কাণ্ডে প্রশ্ন মমতার '১৬ দিন হয়ে গেল, কোথায় গেল বিচার?' আরজি কর কাণ্ডে প্রশ্ন মমতার

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে আর জি করের  মৃতা পড়ুয়া-চিকিৎসকের উদ্দেশ্যে আগেই উৎসর্গ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার সকালে তিনি সোশাল মিডিয়ায় লেখেন, "আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসটিকে আমি উৎসর্গ করছি আমাদের সেই বোনটিকে, যাঁকে আমরা কয়েক দিন আগে আরজি কর হাসপাতালে মর্মান্তিকভাবে হারিয়ে শোকাহত ৷"  তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়ায় লেখেন, "আরজি করে আমাদের সেই যে বোনকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছিল, তাঁর পরিবারের প্রতি আন্তরিকতম সমবেদনা জানিয়ে এবং দ্রুততম গতিতে সেই ঘটনার সুবিচার চেয়ে, সেইসঙ্গে সারা ভারতে সকল বয়সের যত নারী যেখানে যত অমানুষিক ঘটনার শিকার হয়েছেন, তাঁদের সকলের জন্য আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে আমাদের দুঃখ জ্ঞাপন করি ৷"  তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানেও সেই একই কথা শোনা গেল তৃণমূলনেত্রীর গলায়। আরজি কর কাণ্ডে 'বিচার চাই, বিচার চাই,  জবাব দাও সিবিআই' স্লোগানও তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই বলেন, ‘নির্যাতিতদের উৎসর্গ করছি আজকের দিনটা। দেশ জুড়ে নির্যাতিতা এবং তাঁদের পরিবারকে উৎসর্গ করছি।’ আরজি কর-কাণ্ডে বিজেপির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আসল আন্দোলনের মুখ ঘোরানোর চেষ্টা করছে বিজেপি। আজকে জেনেশুনে বন্‌ধ ডেকেছে। ওদের বডি চাই। আমরা বিচার চাই, দোষী ব্যক্তির শাস্তি চাই। আর ওরা আসল আন্দোলনে জল ঢেলে দিয়েছে। বাংলাকে বদনাম করার খেলায় নেমেছে। আমি তাদের ধিক্কার জানাই।’

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এখানে সিবিআই-ইডি সব বিজেপি করে। ওরা চালায়। আমি কোনও দিন এমন কেন্দ্রীয় সরকার দেখিনি। বিজেপি দলদাসের সরকার। এদের মতো নির্লজ্জ, কুৎসাকারী, চক্রান্তকারী আমি কোনওদিন দেখিনি। আজ বিজেপি জেনে শুনে বনধ ডেকেছে। কারণ ওদের ডেডবডি চাই। আমরা শান্তি চাই। আমরা দোষীর শাস্তি চাই, ফাঁসি চাই। আর ওরা আসল আন্দোলনে জল ঢেলে চক্রান্তের খেলায় নেমেছে। বাংলাকে বদনামের খেলায় নেমেছে। আমি ধিক্কার জানাই।

আরও পড়ুন

Advertisement

সিবিআই-কে নিশানা করে মমতা  বন্দ্যোপাধ্যায় বলেন, আমি সোমবার মা-বাবার সঙ্গে দেখা করে জানতে চেয়েছিলাম কী দরকার। আমি মা-বাবাকে বলেছিলাম, আমাকে শনিবার পর্যন্ত টাইম দিন। মঙ্গলবারের মধ্যে সিবিআই হয়ে গেল। তার মানে ওরা বিচার চায় না। কেসটা জলে ফেলে দিল। আজ কত দিন হয়ে গেল? আজ ১৬ দিন হয়ে গেল, কোথায় গেল বিচার? জবাব দাও সিবিআই। সেইসঙ্গে মমতা বলেন, আমি আগামী সপ্তাহে বিধানসভায় অধিবেশন ডাকবো। আগামী ১০ দিনের মধ্যে ধর্ষকের ফাঁসি চাই, বিল পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। মুখ্যমন্ত্রী বলেন, ১৬ দিন হয়ে গেল কোথায় গেল বিচার, বিচার চাইতে হবে, বিচার চাই, বিচার চাই,  জবাব দাও সিবিআই। আরজি কর-কাণ্ডে যথাযথ ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। টিএমসিপির সভা থেকে এমনই জানালেন মমতা। তিনি বলেন, ‘‘যা ঘটেছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু তার পরে কী অ্যাকশন যাতে দেরি না হয়, কোনও ভুল ত্রুটি না হয় সেটাই দেখার। আমরা চেয়েছিলাম সাত দিনের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে ব্যবস্থা করে দিতাম।’’
 

Advertisement