নতুন বছরেও পারদ পতন অব্যাহত। আজ রবিবারও (Sunday) কিছুটা নামলো তাপমাত্রার পারদ। এদিন শহর কলকাতা (Kolkata) সহ সংলগ্ন এলাকার সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি ১৩ ও ২৫ ডিগ্রির আশেপাশে থাকবে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। শনিবার যা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি এদিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী সপ্তাহে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলেই জানা যাচ্ছে। ফলে রাতে ও সকালের দিকে ঠাণ্ডা অনুভূত হলেও দিনের মাঝামাঝি সময় সেভাবে শীতকে পাওয়া যাবে না। এদিনও সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকলেও পরের দিকে আকাশ মূলত পরিস্কারই থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
শীতের ইনিংস লম্বা হবে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। সেই মতো গতবছরের শেষের দিকে শুরু হয়ে এই বছরেও শীতের ব্যাটিং অব্যাহত। যদিও শুরুটা অবশ্য এমন ছিল না। গত বছর ডিসেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত সেভাবে ঠাণ্ডাকে উপভোগ করতে পারেননি শীত প্রেমীরা। সকালের দিকে কুয়াশা ও ঠাণ্ডার অনুভূতি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কার্যত তা উধাও হয়ে যাচ্ছিল। কিন্তু আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো গত মাসের ১৭ - ১৮ তারিখ থেকে নামতে শুরু করে তাপমাত্রার পারদ। শহর কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও বেশ খানিকটা নেমে যায় তাপমাত্রা। মুখে হাসি ফোটে শীত প্রেমীদের।
অন্যদিকে বেশ কয়েকদিন পর আজ ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠল রাজধানী দিল্লির তাপমাত্রা। একনজরে দেখে নেওয়া যাক এদিন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের তাপমাত্রার গ্রাফ। দিল্লির তাপমাত্রা ১০.৪ ডিগ্রি, পুনেতে ১৫.৮ ডিগ্রি, আহমেদাবাদে ১২.৮ ডিগ্রি, হায়দরাবাদে ১৭ ডিগ্রি, চেন্নাইতে ২৪.৬ ডিগ্রি, বেঙ্গালুরুতে ১৯.৪ ডিগ্রি এবং মুম্বইতে ২১.৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া এদিন থেকে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উত্তরভারতের পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি ও জম্মুকাশ্মীরে হতে পারে পাশাপাশি বৃষ্টি হতে পারে দক্ষিণের রাজ্যগুলিতেও। সেক্ষেত্রে বৃষ্টিতে ভিজতে পারে লাক্ষাদ্বীপ, কেরল, তামিলনাডু এবং পণ্ডিচেরী। অন্যদিকে সোম ও মঙ্গলবার জম্মুকাশ্মীরের লাদাখ ও মুজফফরবাদে হতে পারে তুষারপাত। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে রয়েছে কুয়াশার সতর্কতা।