scorecardresearch
 

Weather Report: চলতি সপ্তাহে ক্রমশই দূরে সরে যাচ্ছে শীত, কিন্তু কেন?

আজ বুধবারও (Wednesday) তাপমাত্রার ঊর্ধ্বগতি অব্যাহত। এদিন আরও খানিকটা চড়ল তাপমাত্রার পারদ। এদিন শহর কলকাতা (Kolkata) সহ সংলগ্ন এলাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি ২৯ এবং ১৬ ডিগ্রির সেলসিয়াসের আশেপাশে থাকবে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। পাশাপাশি দিনের সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। আকাশ মূলত পরিচ্ছন্ন থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • তাপমাত্রার ঊর্ধ্বগতি অব্যাহত
  • আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস
  • স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি

আজ বুধবারও (Wednesday) তাপমাত্রার ঊর্ধ্বগতি অব্যাহত। এদিন আরও খানিকটা চড়ল তাপমাত্রার পারদ। এদিন শহর কলকাতা (Kolkata) সহ সংলগ্ন এলাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি ২৯ এবং ১৬ ডিগ্রির সেলসিয়াসের আশেপাশে থাকবে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। পাশাপাশি দিনের সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। আকাশ মূলত পরিচ্ছন্ন থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। 

বেশ কয়েকদিন ধরে লাগাতার কনকনে ঠাণ্ডার পর এই সপ্তাহে তাপমাত্রার পারদ ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। যার ফলে রাতে ও সকালের দিকে ঠাণ্ডা অনুভূত হলেও দিনের মাঝামাঝি সময় সেভাবে শীতকে পাওয়া যাবে না। সেক্ষেত্রে হাওয়া অফিসের পূর্বাভাসকে সত্যি করে সোমবার থেকে লাগাতার ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। রোজই কিছুটা করে বাড়ছে তাপমাত্রা। নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা আরও বাড়তে পারে বলেই জানা যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশেরও কিছু কিছু জায়গাতে থাকবে এই ধরনেরই আবহওয়া, তারমধ্যে ঢাকা রাজশাহী এবং চট্টগ্রাম অন্যতম। 

অন্যদিকে বেশ কয়েকদিন প্রবল ঠাণ্ডার পর দিন কয়েক আগে থেকে তাপামাত্রা বাড়তে শুরু করেছে রাজধানী দিল্লিতেও। আজও মোটামাটি সেই ধারা বজায় রয়েছে। গতকালের চেয়ে সামান্য বেড়েছে এদিনের তাপমাত্রাও। আর শুধু দিল্লিই নয়, দেশের আরও কিছু গুরুত্বপূর্ণ শহরের তাপমাত্রার পারদও ঊর্ধ্বগামী। একনজর দেখে নেওয়া যাক দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের তাপমাত্রার গ্রাফ। আবহাওয়া দফতর জানাচ্ছে এদিন, দিল্লির তাপমাত্রা ১৫.২ ডিগ্রি, পুনেতে ১৯.৬ ডিগ্রি, আহমেদাবাদে ১৪.৪ ডিগ্রি, হায়দরাবাদে ২২.২ ডিগ্রি, চেন্নাইতে ২৪ ডিগ্রি, বেঙ্গালুরুতে ২০ ডিগ্রি এবং মুম্বইতে ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। 

 

Advertisement
Advertisement