বাংলার ৬ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। সেই ৬টি কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা শনিবারই করেছে বিজেপি। এবার ময়দানে নেমে পড়ল শাসক শিবিরও। রবিবার দুপুরে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একনজরে দেখে নেওয়া যাক কোন কেন্দ্রে কাকে প্রার্থী হিসাবে বেছে নিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬টি কেন্দ্রে উপনির্বাচন- তার প্রার্থ তালিকা তৃণমূলের তরফে
আসন্ন ১৩ নভেম্বর রাজ্যের ছ’টি বিধানসভা আসনে উপনির্বাচন। ভোট হবে সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর এবং তালডাংরা আসনে। প্রতিটি আসন নিয়ে আশাবাদী তৃণমূল। আগামী ২৫ অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। প্রার্থী তালিকা ঘোষণার পর প্রচারে বেরোবেন দলের হেভিওয়েটরা। তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্বের মধ্যে কে, কবে, কোথায় প্রচারে যাবেন, সেই তালিকাও তৈরি করা হচ্ছে। আরজি কর আন্দোলনের আবহে ভোটযুদ্ধে জয় লাভ করতে কোমর বেঁধে নামছেন দলের নেতা-কর্মীদের।
নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালড্যাংরা, মাদারিহাট, সিতাই এই ছয় কেন্দ্রেরই বিধায়করা লোকসভায় নির্বাচিত হওয়ায় বিধায়ক পদ ছেড়েছেন। এবার যে ৬ কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে সেগুলির মধ্যে আলিপুরদুয়ারের মাদারিহাটই রয়েছে বিজেপির দখলে। বাকি ৫ কেন্দ্র রয়েছে তৃণমূলের দখলে। এবার উপনির্বাচনে এই পাঁচ কেন্দ্র তো বটেই মাদারিহাট কেন্দ্রটিও বিজেপির থেকে ছিনিয়ে নিতে চাইবে তৃণমূল। পাশাপাশি বিজেপি আরজিকর আন্দোলনের মতো ইস্যুকে কাজে লাগিয়ে পালে হাওয়া টানতে পারে কি না, সেটাই এখন দেখার৷