এবার মোবাইল অ্যাপ নির্ভর ক্যাব পরিষেবা সংস্থা উবার কলকাতায় বাস চালাবে। রাজ্যের পরিবহণ দফতরের সহযোগিতায় রোজ একটি করে শাটল বাস পরিষেবা চালু করা হবে বলে সংস্থাটি জানিয়েছে। বুধবার বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে উবার এবং রাজ্য সরকারের মধ্যে "উবার শাটল" নামে পরিষেবাটি চালু করার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, "উবার শাটল চালু করা রাস্তার যানজট মোকাবিলায় সহায়তা করবে। এবং কম যানবাহনে বেশি লোক যাতায়াত করতে সাহায্য করবে। যা শহরের বাতাসে কার্বন নিঃসরণ কমাতে সাহায্য করবে। ২০২৪ সালের মার্চের মধ্যে প্রায় ৬০টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস "পূর্বনির্ধারিত রুটে" চলবে। যা ব্যবসায়িক জেলাগুলিকে কলকাতার আবাসিক এলাকার সঙ্গে সংযুক্ত করবে। প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত উবারের ওই বাস চলবে।
উবারের বিবৃতিতে আরও বলা হয়েছে, এই সমঝোতা স্মারকের অংশ হিসাবে উবার ২০২৫ সালের মধ্যে রাজ্যে ১০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এবং আগামী ৫ বছরে কলকাতায় প্রায় ৫০ হাজার জীবিকার সুযোগ তৈরি করবে।
যেভাবে উবার ট্যাক্সি বুক করতে হয়, ঠিক সেভাবেই জানা যাবে বাসটি কোথায় রয়েছে। বুকও করা যাবে অনলাইনেই। বাসের সিট বুক করা যাবে আগেভাগেই। যতগুলি সিট, ঠিক ততজন যাত্রীই উঠবে বাসে। প্রতিটি বাসে ১৯-৫০টি সিট থাকবে। বাসগুলো উবারের প্রযুক্তি ব্যবহার করে স্থানীয় ফ্লিট পার্টনাররা চালাবে।
কলকাতায় নির্বাচিত রুটে অন্যান্য ব্যক্তিগত শাটল পরিষেবা রয়েছে, যেখানে যাত্রীরা অ্যাপের মাধ্যমে আসন বুক করতে পারেন। কিন্তু এ ধরনের যানবাহন সংখ্যায় কম এবং অল্প সংখ্যক রুটে চলাচল করে।