চাকরি চেয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় বিক্ষোভ উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। বেশ কয়েকজন চাকরিপ্রার্থীকে চ্যাংদোলা করে গাড়িতে তোলে পুলিশ।
শহিদ মিনারে মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে চাকরির দাবিতে আন্দোলন করছেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। সেই আন্দোলনের ৫৫৫তম দিনে আজ হাজরায় পূর্বঘোষিত কর্মসূচি ছিল। সেখান থেকে আচমকা মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে পৌঁছে যান তাঁরা। দ্রুত নিয়োগের দাবিতে শুরু করেন অবস্থান বিক্ষোভ। ঘটনায় হতচকিত হয়ে পড়ে পুলিশ। ডিসি সাউথের নেতৃত্বে এলাকায় পুলিশ বাহিনী পৌঁছে যায়। সেখানে পৌঁছে আন্দোলনকারীদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় মহিলা পুলিশ। মহিলা বিক্ষোভকারীদের কয়েকজনকে চ্যাংদোলা করে গাড়িতে তোলা হয়।
এদিকে, আজ এসএলএসটি চাকরিপ্রার্থীদের নিয়ে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ইতিমধ্যেই বিকাশভবনে পৌঁছে গিয়েছে চাকরিপ্রার্থীদের প্রতিনিধি দল। বিকাশভবনে পৌঁছেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হওয়ার কথা।