scorecardresearch
 

Vegetable Price : বাজারে হু হু করে বেড়ে চলেছে সবজির দাম, পুজোর আগে কি কমবে?

পাইকারি ও খুচরো, দুই বাজারেই টম্যাটো, পেঁয়াজ, ঝিঙে, ভেন্ডি-সহ একাধিক সব্জির দাম আকাশছোঁয়া। এমনিতেই পুজোর সময় বাজারে সব্জি কম আসে। ফলে দাম বাড়ার দিকে থাকে।

Advertisement
vegetable vegetable
হাইলাইটস
  • পাইকারি ও খুচরো, দুই বাজারেই টম্যাটো, পেঁয়াজ, ঝিঙে, ভেন্ডি-সহ একাধিক সব্জির দাম আকাশছোঁয়া
  • কবে কমবে সব্জির দাম ?
  • পুজোর আগে কি পরিস্থিতি একই থাকবে?

বাজারে সব্জির দাম ক্রমাগত বেড়ে চলেছে। বন্যা পরিস্থিতির কারণে জেলায় জেলায় ডুবেছে বিঘার পর বিঘা জমি। বহু ফসল মারা গিয়েছে মাঠেই। তুলতে পারেননি কৃষকরা। এই আবহে সব্জির দাম বাড়ছে। পাইকারি ও খুচরো, দুই বাজারেই টম্যাটো, পেঁয়াজ, ঝিঙে, ভেন্ডি-সহ একাধিক সব্জির দাম আকাশছোঁয়া। এমনিতেই পুজোর সময় বাজারে সব্জি কম আসে। ফলে দাম বাড়ার দিকে থাকে। লক্ষ্মীপুজো পর্যন্ত তা কমার সম্ভাবনা থাকে না। তবে এবার বন্যার কারণে দুর্গাপুজোর আগে থেকেই সব্জির দাম বেড়ে চলেছে।

পাইকারি বাজারে সব্জির দাম একলাফে বেড়েছে অনেকটাই। তার মাসুল গুণতে হচ্ছে সাধারণ মানুষকে। মাত্র কয়েক দিনের মধ্যেই সব্জির দাম একলাফে বেড়েছে অনেকখানি। সংবাদমাধ্যমে প্রকাশ, হাওড়া পাইকারি বাজারে সব্জির দাম বেড়েছে। তার জেলে খুচরো বিক্রেতারাও দাম নিচ্ছেন বেশি। 

  • কাঁচা লঙ্কা আগে ছিল ৮০ টাকা কেজি। এখন তা হয়েছে ১১০ থেকে ১২০ টাকা কেজি
  • পটল আগে ছিল ৩৫ টাকা এখন হয়েছে ৬০ টাকা 
  • বরবটি আগে ছিল ৪০ টাকা এখনম হয়েছে ১০০ টাকা 
  • ঢেঁড়শ আগে ছিল ২০ টাকা এখন হয়েছে ৪০ টাকা 
  • বাঁধাকফি আগে ছিল ৩০ টাকা এখন হয়েছে ৫০ থেকে ৬০ টাকা 
  • ফুলকপি আগে ছিল ৫০ টাকা এখন হয়েছে ১০০ টাকা 
  • বেগুন আগে ছিল ৮০ টাকা এখন হয়েছে ১২০ টাকা 
  • ঝিঙে আগে ছিল ৬০ টাকা এখন হয়েছে ৮০ টাকা 
  • রসুন আগে ছিল ৩৫০ টাকা তাই এখন বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি দরে। 

বর্ধমান, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ ইত্যাদি জেলার বিভিন্ন চাষের জমি নষ্ট করছে বন্যার জল। সেই সব জায়গার ফসল কৃষকরা বাড়িতে তুলতে পারেননি। ফলে বাজারে মজুত থাকা সব্জির দাম বাড়ছে। আবার বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন ছিল। জেলা থেকে সব্জি আসতে পারেনি কলকাতায়। তার জেরেও দাম বাড়ছে। 

আরও পড়ুন

Advertisement

কিন্তু সব্জির দাম কবে কমবে? পাইকারি ও খুচরো ব্যবসায়ীরা জানাচ্ছেন এখনই সব্জির দাম কমার সম্ভাবনা কম। বন্যায় রাস্তাঘাটের অবস্থা খারাপ থাকায় চাহিদা মতো সব্জি এসে পোঁছচ্ছে না বাজারে। আবার সামনেই পুজো। সেই সময় বাজারে সব্জির দাম একটু বেশিই থাকে। তাই এখনই দাম হয়তো কমবে না। যদিও রাজ্য প্রশাসন সূত্রে খবর, বাজারে নজরদারি চালাচ্ছেন টাস্ক ফোর্সের সদস্যরা। তাদের তরফে শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হতে পারে। 

Advertisement