scorecardresearch
 

প্রবল বৃষ্টিতে কুকুরগুলি আশ্রয় পেল পুলিশের ছাতার তলায়, কলকাতার ছবি Viral

দুদিন আগেই প্রবল বৃষ্টিতে ভেসেছে শহর কলকাতা। একাধিক গুরুত্বপূর্ণ জায়গা জলমগ্ন। তিলোত্তমার সেই জল ছবি দেখেছেন সকলে। কোমর জল নিয়েই যাতায়াত করতে হচ্ছে সকলকে। কিন্তু এই জলমগ্ন অবস্থায় কী হাল পথ কুকুরদের। জল ভেসে যাওয়ায় অনেক জায়গায় জলের মধ্যেই কাটাতে হয় তাদের।

Advertisement
ভাইরাল সেই ছবি ভাইরাল সেই ছবি
হাইলাইটস
  • বৃষ্টিতে ডুবেছে কলকাতা
  • পুলিশের ছাতার আশ্রয়ে সারমেয়
  • ছবি ভাইরাল

দুদিন আগেই প্রবল বৃষ্টিতে ভেসেছে শহর কলকাতা। একাধিক গুরুত্বপূর্ণ জায়গা জলমগ্ন। তিলোত্তমার সেই জল ছবি দেখেছেন সকলে। কোমর জল নিয়েই যাতায়াত করতে হচ্ছে সকলকে। কিন্তু এই জলমগ্ন অবস্থায় কী হাল পথ কুকুরদের। জল ভেসে যাওয়ায় অনেক জায়গায় জলের মধ্যেই কাটাতে হয় তাদের। ফলে প্রবল বিপত্তির মধ্যে দিন যায় সারমেয়দের। এমন অবস্থায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কলকাতা পুলিশের একটি ছবি। ছবিটিতে দেখা যাচ্ছে প্রবল বৃষ্টিতে ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক ট্রাফিক পুলিশ কর্মী। তাঁর ছাতার নিচেই আশ্রয় নিয়েছে আরও ২টি পথ কুকুর। দেখে মনে হবে, যেন আশ্রয়ের খোঁজ চাইছে। নিরাশা করেননি সেই পুলিশকর্মীও। নিজের ছাতার তলাতেই আশ্রয় দিয়েছে ওই পথ কুকুরদের। 

ছবিটি সোশ্যাল মিডিয়ায় কলকাতা পুলিশের ফেসবুক পেজে পোস্ট করা হয়। ১৮ তারিখ পোস্ট করা হয় ছবিটি। এখনও পর্যন্ত ছবিটিতে ৩৭ হাজার লাইক পড়েছে। প্রায় ১০ হাজারের কাছাকাছি শেয়ার হয়েছে। কমেন্ট বক্সে ওই পুলিশকর্মীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, "যদি হও সুজন... আজ সারাদিনে হয়তো অনেকেই দেখেছেন ভাইরাল হওয়া এই ছবিটি। তুমুল বৃষ্টিতে আমাদের এক সহকর্মীর ছাতার তলায় আশ্রয় নিয়েছে গোটা কয়েক সারমেয়। সকলের জ্ঞাতার্থে জানাই, ছবিটি আজ তোলা হয়েছে পার্ক সার্কাস সাতমাথা মোড়ের কাছে, কর্তব্যরত সহকর্মী হলেন কন্সটেবল তরুণ কুমার মণ্ডল, বর্তমানে রয়েছেন ইস্ট ট্রাফিক গার্ডে। তাঁর জন্য রইল শুভেচ্ছা।"

ছবিটি পোস্ট করার মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। পশ্চিমবঙ্গ তো বটেই, গোটা দেশেও ছড়িয়ে পড়ে এই ছবিটি। বর্ষায় দিনে প্রবল সমস্যায় পড়ে পথ কুকুর, বিড়ালরা। সাধারণত উঁচু কোনও জায়গায় যাওয়ার চেষ্টা করে তারা। কিন্তু প্রবল বৃষ্টির জেরে গোটা কলকাতাই প্রায় জলমগ্ন। ফলে প্রবল বিপাকে পড়ে সারমেয়রা। জলে থেকে একাধিক রোগেরও শিকার হয় এই অবলা প্রাণীগুলি। সেদিক থেকে দেখতে গেলে কলকাতার ট্রাফিক পুলিশ কর্মীর ভূমিকা সত্যিই অনবদ্য তা এককথায় বলাই যায়। 

Advertisement

Advertisement