scorecardresearch
 

'অনেকে রাষ্ট্রপতি শাসন চাইছে,' বললেন দিলীপ, 'হিম্মত থাকলে করুন,' পাল্টা ব্রাত্য

রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগ করা নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে ফের জোর তরজা শুরু হল। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, রাজ্যে ৩৫৬ ধারা জারি করার মতো অবস্থা রয়েছে। রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর চ্যালেঞ্জ, ৩৫৬-৩৫৬ করছেন। দিলীপ ঘোষেদের হিম্মত থাকলে করে দেখান।

Advertisement
দিলীপ ঘোষ দিলীপ ঘোষ
হাইলাইটস
  • রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগ করা নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে ফের জোর তরজা
  • ব্রাত্য বসুর চ্যালেঞ্জ, দিলীপ ঘোষেদের হিম্মত থাকলে করে দেখান
  • মানুষ চাইছেন ৩৫৬ ধারা কাজে লাগানো হোক, দাবি দিলীপের

রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগ করা নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে ফের জোর তরজা শুরু হল। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, রাজ্যে ৩৫৬ ধারা জারি করার মতো অবস্থা রয়েছে। রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর চ্যালেঞ্জ, ৩৫৬-৩৫৬ করছেন। দিলীপ ঘোষেদের হিম্মত থাকলে করে দেখান।

বিজেপি এর আগে বার বার রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেছে। তাঁদের অভিযোগ, মহিলাদের নিরাপত্তা নেই। দুষ্কৃতীদের দাপট বেড়ে চলছে। শাসকদল তৃণমূলের বক্তব্য, দেশের অন্যতম নিরাপদ শহর কলকাতা। কেন্ত্রীয় সরকার সেই স্বীকৃতি দিয়েছে। বিজেপি বাংলার সমালোচতনা করার আগে বিজেপি শাসিত রাজ্যগুলি নিয়ে কথা বলুক।

এদিন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, মালদায় বিস্ফোরণ হয়েছে। ৬ জন মারা গিয়েছেন। কয়েকজন মৃত্যুর সঙ্গে লড়ছেন। আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। বারবার এই ঘটনা ঘটছে। বোমার কারখানা পাওয়া যাচ্ছে। বাংলার মানুষের মনে হচ্ছে ভোটের সময় তো এই সরকার থাকবে। তাই ভোট অবাধ হবে না। মানুষ চাইছেন ৩৫৬ ধারা কাজে লাগানো হোক। দলের তরফ থেকে এখনও এই কথা বলা হয়নি। এই দাবি করা হয়নি। তবে ওই দিকে যাচ্ছে।

এর প্রতিক্রিয়া দিয়েছেন ব্রাত্য বসু। তিনি বলেন, ৩৫৬-৩৫৬ করছেন। হিম্মত থাকলে করে দেখান। দিলীপ ঘোষেদের ক্ষমতা থাকলে করে দেখান। তিনি বলেন, ২০২০ সালের জুন মাসে গুটরাটে গারুচে একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ৪ জন মারা যায়, ২৩০ জন আহত। ওটা দুর্ঘটনা। তা নিয়ে কিছু বলার থাকতে পারে না। আমরা বলছি না জঙ্গি চক্রান্ত। কিন্তু বাংলায় কোনও বিস্ফোরণ হলেই জঙ্গিবাদ দেখতে পাওয়া একটা চিন্তার দৈন্য, খেলো রাজনীতি। কেন সবাই বুঝতে পাারছে। তারা মেরুকরণ চাইছে। রাজ্যের নিরাপত্তা দেখার জন্য মুখ্য, স্বরাষ্ট্র দফতর রয়েছে। রাজ্যপালযা করছেন করুন, কিছু বলার নেই।

Advertisement

বিজেপি বাঙালির সংস্কৃতি নষ্ট করতে চায় বলে দাবি করেছেন তিনি। তাঁর অভিযোগ, বাঙালি এবং বাঙালিয়ানা ধ্বংস করতে চায় বিজেপি। কখনও কোনও বাঙালি ব্রাক্ষ্ণণকে তো আরএসএস প্রধান করা হল না। নাগপুর, পুনের ব্রাক্ষণ হলেই ভাল! বাইরের লোকেরা এসে বাঙালির মাথায় বসবেন কিনা, তা মানুষ ঠিক করে দেবেন।

Advertisement