ভাঙড়ের আইএসএফ (ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট) বিধায়ক নওসাদ সিদ্দিকীকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। 'রাজ্যে বহু বিধায়ক নিরাপত্তা পেয়ে থাকেন। বর্তমান পরিস্থিতিতে ভাঙড়ের বিধায়কের কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়া প্রয়োজন', সূত্রের খবর, আদালতে এমনটাই মন্তব্য করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা। তাঁর আরও সংযোজন, 'যত শীঘ্র সম্ভব হুমকির বিষয় বিবেচনা করে নিরাপত্তা দিতে হবে।' সম্প্রতি ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে জেড প্লাস নিরাপত্তা দিয়েছে রাজ্য।
পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই অশান্তির খবর আসছে ভাঙড় থেকে। অভিযোগ, একাধিক খুন হয়েছে ভাঙড়ে। এসেছে একাধিক অশান্তির খবর। রাজ্যপাল সিভি আনন্দ বোস ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন। শুরু হয়েছে রাজ্যপাল ও শাসকদলের মধ্যে সংঘাত। অভিযোগ তৃণমূলের তরফে বার বার বিধায়ক নওসাদকে হুমকি দেওয়া হচ্ছে। মেরে তাঁর পিঠের চামড়া তুলে নেওয়ারও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিরাপত্তা চেয়ে চিঠি লিখেন নওসাদ। যদিও সেই চিঠির এখনও কোনও উত্তর আসেনি বলেই জানা যাচ্ছে। নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন নওসাদ। এদিন তাঁর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল আদালত।
মনোনয়ন পর্ব থেকে দফায় উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। পঞ্চায়েত ভোটের সময় ভাঙড়ে হিংসা ও সন্ত্রাস আরও বাড়তে পারে বলে আশঙ্কা রাজনৈতিক বিশেষজ্ঞদের। অন্যদিকে, গোটা পরিস্থিতির জন্য ভাঙড়ের আইএসএফ বিধায়ক ও তাঁর দলের দিকে অভিযোগের আঙুল তুলেছে শাসকদল।