scorecardresearch
 
Advertisement

West Bengal Budget 2024 Live : মাধ্যমিক পাশের পর স্কুলে ভর্তি হলেই ট্যাব, ঘোষণা বাজেটে

Aajtak Bangla | কলকাতা | 08 Feb 2024, 3:57 PM IST

আজ, বৃহস্পতিবার রাজ্য বাজেট পেশ করছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। লোকসভার আগে বাজেটে কী কী চমক থাকবে তার অপেক্ষায় রাজ্যবাসী।

West Bengal Budget 2024 West Bengal Budget 2024

আজ, বৃহস্পতিবার রাজ্য বাজেট পেশ অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর। লোকসভার আগে বাজেটে চমক রাজ্য সরকারের। লক্ষ্মীর ভাণ্ডার-সহ নানা প্রকল্পের ভাতা বাড়ালেন মুখ্যমন্ত্রী। সঙ্গে বাড়ানো হল ডিএ-ও। 

3:57 PM (7 মাস আগে)

বাজেটে সমুদ্রসাথী প্রকল্পের ঘোষণা

Posted by :- Soumen Karmakar
মৎস্যজীবীদের জন্য বাজেটে সমুদ্রসাথী প্রকল্পের ঘোষণা করল রাজ্য সরকার। পথশ্রী প্রকল্পের জন্যও অর্থ বরাদ্দ করা হল।
3:57 PM (7 মাস আগে)

একাদশ শ্রেণি থেকেই ট্যাব ও স্মার্টফোন

Posted by :- Arindam
পশ্চিমবঙ্গে এবার থেকে একাদশ শ্রেণি থেকেই ট্যাব বা স্মার্টফোন দেওয়া হবে। রাজ্য বাজেটে ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
3:54 PM (7 মাস আগে)

দানপত্রের রেজিস্ট্রেশনে সর্বোচ্চ ১ হাজার

Posted by :- Arindam
পরিবারের সদস্যদের মধ্যে দানপত্রের রেজিস্ট্রেশনে সম্পত্তির মূল্যের উপর ০.৫ শতাংশ হারে স্ট্যাম্প ডিউটি দিতে হয়। সর্বোচ্চ ১ হাজার করার প্রস্তাব রাজ্য বাজেটে।
3:53 PM (7 মাস আগে)

১০০ দিনের পরিবর্তে ৫০ দিনের কাজ রাজ্যের

Posted by :- Soumen Karmakar
কেন্দ্রের ১০০ দিনের কাজের পরিবর্তে ৫০ দিনের কাজ দেবে রাজ্য সরকার। ঘোষণা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য।
Advertisement
3:27 PM (7 মাস আগে)

৪ শতাংশ DA

Posted by :- Soumen Karmakar
রাজ্য সরকারি কর্মীদের ৪ শতাংশ DA বৃদ্ধি করার কথা ঘোষণা করা হল।
3:25 PM (7 মাস আগে)

বাংলার ভালো চায় না বিজেপি : মমতা

Posted by :- Soumen Karmakar
বাংলার ভালো চায় না বিজেপি. তাই বাধা দিচ্ছে। বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
3:23 PM (7 মাস আগে)

বাজেটের মাঝে বিরোধীদের থামাতে উঠে বলতে শুরু করলেন মমতা

Posted by :- Soumen Karmakar
বাজেটের মাঝে বিরোধীদের থামাতে উঠে বলতে শুরু করলেন মমতা। তিনি বলেন, 'এটা বিজেপির পার্টি অফিস না। এটা বিধানসভা।'
3:18 PM (7 মাস আগে)

বাজেট ঘিরে উত্তপ্ত বিধানসভা

Posted by :- Soumen Karmakar
বাজেটে উত্তপ্ত বিধানসভা, 'এটা BJP-র পার্টি অফিস নয়', বললেন মমতা।
3:16 PM (7 মাস আগে)

লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়ল

Posted by :- Arindam
লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বেড়ে হল ১ হাজার টাকা। জনজাতি মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বেড়ে হল ১২০০ টাকা।
Advertisement
3:16 PM (7 মাস আগে)

ভোটের মুখে আরও ৪ শতাংশ ডিএ ঘোষণা

Posted by :- Soumen Karmakar
ভোটের মুখে আরও ৪ শতাংশ ডিএ ঘোষণা চন্দ্রিমা ভট্টাচার্যের।
3:15 PM (7 মাস আগে)

লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা ৫০০ থেকে বেড়ে ১০০০ টাকা

Posted by :- Soumen Karmakar
লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা ৫০০ থেকে বেড়ে ১০০০ টাকা। ভোটের মুখে ঘোষণা চন্দ্রিমা ভট্টাচার্যের। জনজাতিদের জন্য ভাতা ১২০০ টাকা।
3:13 PM (7 মাস আগে)

বাজেট পেশের আগেই উত্তপ্ত বিধানসভা

Posted by :- Soumen Karmakar
রাজ্য সঙ্গীত দিয়ে বিধানসভায় শুরু হল বাজেট অধিবেশন। পাল্টা জাতীয় সঙ্গীত বিজেপি বিধায়কদের। বাজেট পেশের আগেই উত্তাপ বিধানসভায়।
3:12 PM (7 মাস আগে)

স্বাস্থ্যসাথী প্রকল্পের প্রশংসা

Posted by :- Soumen Karmakar
স্বাস্থ্যসাথী প্রকল্পের প্রশংসা চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানান, ২০১৬ সালে আমাদের সরকার এই প্রকল্প এনেছিল। যা আজ সফল।
3:11 PM (7 মাস আগে)

কেন্দ্রের বিরোধ জনবিরোধী

Posted by :- Soumen Karmakar
কেন্দ্র সরকারের বাজেট জনবিরোধী। বাজেটে বললেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের নীতি গরিব বিরোধী।
Advertisement
3:07 PM (7 মাস আগে)

বিধানসভার অধিবেশন কক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Posted by :- Soumen Karmakar
বিধানসভার অধিবেশন কক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উপস্থিতিতেই বাজেট পাশ করবেন চন্দ্রিমা ভট্টাচার্য।
3:04 PM (7 মাস আগে)

লক্ষ্মীর ভাণ্ডার-সহ একাধিক প্রকল্পে টাকা বাড়বে ?

Posted by :- Soumen Karmakar
লোকসভা ভোটের আগে বাজাটে চমক দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার-সহ একাধিক প্রকল্পে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দিতে পারে রাজ্য মন্ত্রিসভা।
3:03 PM (7 মাস আগে)

বাজেটে কী ঘোষণা হতে পারে?

Posted by :- Soumen Karmakar
শিক্ষা-স্বাস্থ্য-পরিকাঠামোর মতো ক্ষেত্রে স্বাস্থ্যসাথী নিয়ে নতুন কোনও ঘোষণা থাকতে পারে। জনজাতি মহিলাদের জন্য বরাদ্দ টাকা বাড়তে পারে।
3:02 PM (7 মাস আগে)

অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করবেন

Posted by :- Soumen Karmakar
বিধানসভায় আজ বাজেট পেশ করবেন রাজ্য মন্ত্রিসভার স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
3:01 PM (7 মাস আগে)

বিধানসভার বাজেট অধিবেশন

Posted by :- Soumen Karmakar
রাজ্যপালের ভাষণ ছাড়াই হতে চলেছে বিধানসভার বাজেট অধিবেশন। তবে এটা বেআইনি নয় বলে জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।