scorecardresearch
 

Mamata Banerjee On Udhayanidhi: উদয়নিধির 'সনাতন ধর্ম' মন্তব্যে মুখ খুললেন মমতা, যা বললেন

উদয়নিধির সনাতন মন্তব্যে বিতর্ক। উদয়নিধি তরুণ প্রজন্মের নেতা। তাই হালকা মন্তব্য করে ফেলেন। এমনটাই মনে করেন মুখ্যমন্ত্রী।

Advertisement
উদয়নিধির মন্তব্য নিয়ে মুখ খুললেন মমতা। উদয়নিধির মন্তব্য নিয়ে মুখ খুললেন মমতা।
হাইলাইটস
  • সনাতন ধর্মকে নির্মূল করতে হবে বলে বিতর্কে উদয়নিধি।
  • সব ধর্মকে সম্মান করতে হবে, মনে করালেন মমতা।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর ছেলে তথা রাজ্যের মন্ত্রী উদয়নিধির সনাতন-মন্তব্য নিয়ে শুরু হয়েছে দেশজোড়া বিতর্ক। ডেঙ্গি, ম্যালেরিয়ার সঙ্গে সনাতন ধর্মের তুলনা করেছেন স্টালিন-পুত্র। এনিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছিল বিজেপি। সোমবার সন্ধেয় স্টালিনের মন্তব্য নিয়ে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী। বাংলার মুখ্যমন্ত্রী সাফ জানালেন,'আমার মনে হয়, সব ধর্মকে সম্মান করা উচিত।' 
  
সংবাদ সংস্থাকে মমতা বলেন,'আমি তামিলনাড়ুর জনগণ, মুখ্যমন্ত্রী স্টালিনকে সম্মান করি। তবে আমার অনুরোধ থাকবে, প্রতিটি ধর্মের আলাদা আলাদা ভাবাবেগ রয়েছে। ভারত ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক দেশ। তা সত্ত্বেও ভারতে বৈচিত্রের মধ্যে ঐক্য মূল বিষয়। আমি সনাতন ধর্মকে সম্মান করি।' তিনি আরও বলেন,'পুরোহিতদের ভাতা দিই। পুজোপাঠ করেন তাঁরা।আমরা মন্দির, মসজিদ ও গির্জায় যাই। এমন কোনও কথা বলা উচিত নয়, যা মানুষকে আঘাত করে।'

উদয়নিধি তরুণ প্রজন্মের নেতা। তাই হালকা মন্তব্য করে ফেলেন। এমনটাই মনে করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য,'উনি জুনিয়র। সবটা জানেন না। আমার মনে হয়, সব ধর্মকে সম্মান করা উচিত।'

এ দিনই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন,'স্ট্যালিন পুত্রের মন্তব্য দুর্ভাগ্যজনক এবং অবাঞ্ছিত। এর সঙ্গে ইন্ডিয়া জোটের কোনও সম্পর্ক নেই। আমরা তীব্র প্রতিবাদ করছি। সনাতন ধর্ম অত্যন্ত সম্মানীয়। আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি। পরধর্ম সহিষ্ণুতায় বিশ্বাস করি। কোনও ব্যক্তি যদি সনাতন ধর্মের অসম্মান করেন, তিনি ঠিক কাজ করেননি। যদি অন্যায় করে থাকেন, তাহলে বিবৃতি দিয়ে ভুল স্বীকার করে নেওয়া উচিত।'

আরও পড়ুন

উদয়নিধি তাঁর ভাষণে সনাতন ধর্মকে ডেঙ্গু ও ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, শুধু সনাতনের বিরোধিতা করলে চলবে না। বরং তা নিকেশ করা উচিত। শনিবার সনাতন নির্মূল সম্মেলনে উদয়নিধি বলেন,'সনাতন ধর্ম সামাজিক ন্যায়বিচার ও সাম্যের বিরুদ্ধে। কিছু জিনিসের বিরোধিতা করা যাবে না, সেগুলো ধ্বংস করতে হবে। আমরা ডেঙ্গি, ম্যালেরিয়া বা করোনার বিরোধিতা করতে পারি না। এটা মুছে দিতে হবে। তেমন সনাতনকেও ধ্বংস করতে হবে।'

Advertisement

Advertisement