scorecardresearch
 

Mamata On Pulwama: 'সর্বোচ্চ পদাধিকারী জড়িত', পুলওয়ামাকাণ্ডে তদন্ত দাবি মমতার

সংবাদমাধ্যমকে জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যমাল মালিক দাবি করেছেন,'হামলার পর জিম করবেট ন্যাশনাল পার্ক থেকে আমায় ফোন করেছিলেন প্রধানমন্ত্রী। আমি বলেছিলাম, আমাদের ভুলে এটা হল। উনি আমায় তখন জানান, চুপ করো। কাউকে কিছু বলার দরকার নেই।'

Advertisement
Mamata Banerjee Mamata Banerjee
হাইলাইটস
  • পুলওয়ামাকাণ্ডে তদন্ত দাবি মমতার।
  • বিচারপতিদের নেতৃত্বে তদন্ত দাবি।

পুলওয়ামাকাণ্ডে বিচারপতিদের নেতৃত্বে তদন্তের দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি সংবাদ মাধ্যমে জম্মু-কাশ্মীরের তৎকালীন রাজ্যপাল সত্যপাল মালিকের মন্তব্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিবাদ। এবার কেন্দ্রকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।        

এ দিন মমতা সত্যপালের সাক্ষাৎকারের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন,'পুলওয়ামার ঘটনায় তৎকালীন রাজ্যপাল বলেছেন ইনটেলিজেন্স ফেলিওর ছিল। সেই সময় বলেছিলাম। তবে দেশের স্বার্থে সরব হইনি। একদিন সত্যিটা বেরিয়ে আসবে। সেই সময় উনি ক্ষমতায় (রাজ্যপাল) ছিলেন। আমরা তদন্ত চাইছি। ওরা কী তদন্ত করবে আমি জানি না।' তবে সাংবাদিকদের প্রশ্নে মমতা জানান,'সর্বোচ্চ পদাধিকারী জড়িত থাকলে কে তদন্ত করবে? আমি সুপ্রিম কোর্টকে ভরসা করি। শুধুমাত্র বিচারব্যবস্থা দেশকে বাঁচাতে পারে। বর্তমান বিচারপতিদের নেতৃত্বে তদন্ত হলে মানুষ সত্যিটা জানতে পারবে।' 

সেই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে মেরুকরণ ও ভুয়ো জাতীয়তাবাদের রাজনীতি করার অভিযোগও করেছেন। তাঁর কথায়,'জওয়ানদের স্যালুট করছি। তাঁরা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। মেরুকরণ ও ভুয়ো জাতীয়তাবাদের রাজনীতি হয়েছে। আমরা জাতীয়তাবাদকে সমর্থন করি। দেশের স্বাধীনতার লড়াই শুরু হয়েছিল এই বাংলায়।'

আরও পড়ুন- সিউড়িতে অমিত-মন্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি মমতার

উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনের আগে পুলওয়ামায় সিআরপি-র কনভয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। শহিদ হন ৪০ জন সিআরপিএফ জওয়ান।  সেই সময় জিম করবেট ন্যাশনাল পার্কে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করেন সত্যপালকে। সংবাদমাধ্যমকে জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যমাল মালিক দাবি করেছেন,'হামলার পর জিম করবেট ন্যাশনাল পার্ক থেকে আমায় ফোন করেছিলেন প্রধানমন্ত্রী। আমি বলেছিলাম, আমাদের ভুলে এটা হল। উনি আমায় তখন জানান, চুপ করো। কাউকে কিছু বলার দরকার নেই।'

সত্যপাল কোন ভুলের কথা বলেছেন? সাক্ষাৎকারে সত্যপাল মালিক দাবি করেন, 'জওয়ানদের স্থানান্তরিত করার জন্য বিমান চেয়েছিল আধা সামরিক বাহিনী। কারণ একসঙ্গে এত সংখ্যক জওয়ানের বাহিনী রাস্তা দিয়ে যায় না। কিন্তু বিমান দিতে চায়নি স্বরাষ্টমন্ত্রক। আমাকে যদি জিজ্ঞাসা করেন,আমি বিমানের ব্যবস্থা করে দিতাম। মাত্র ৫টি বিমান দরকার ছিল। তবে ওদের বিমান দেওয়া হয়নি।'           
 

Advertisement

Advertisement