পুরভোট নিয়ে সরকারের প্রস্তাবে সম্মতি রাজ্য নির্বাচন কমিশনের। এমনটাই খবর পাওয়া গিয়েছে মঙ্গলবার। অর্থাৎ আগামী ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়া পুরনিগম ভোটের যে প্রস্তাব রাজ্যের তরফে দেওয়া হয়েছিল তাতেই সম্মতি দিয়েছে কমিশন। সেই অনুযায়ী পুর ও নগরোন্নয়ন দফতরে সম্মতি পত্রও পাঠানো হয়েছে। আগামী ১২ নভেম্বর পুরভোট নিয়ে কমিশন বৈঠকে বসছে বলে খবর। যদিও সূত্রের খবর, আগামী ২২ নভেম্বর এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে কমিশনের তরফে।
আগামী ডিসেম্বর মাসে কলকাতা ও হাওড়ায় পুরনির্বাচন হতে পারে বলে সোমবারই সূত্র মরফৎ খবর পাওয়া গিয়েছিল। জানা যায়, আগামী ২৫ নভেম্বর শুরু হবে মনোনয়ন পত্র জমার প্রক্রিয়া। চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। ৩ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ৪ ডিসেম্বর স্ক্রুটিনি। ভোট হবে ১৯ ডিসেম্বর, এবং গণনা ২২ ডিসেম্বর। পাশাপাশি রাজ্যের বাকি ১১২ টি পুরনিগম ও পৌরসভার নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি মাসে তিন দফায় হতে পারে বলে জানা যায়।
যদিও রাজ্য সরকারের এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে বিজেপি। এই প্রসঙ্গে সোমবার রাজ্য নির্বাচন কমিশনে চিঠি দিয়ে বিজেপি প্রশ্ন তোলে, কেন সমস্ত পুরসভার বকেয়া নির্বাচন একসঙ্গে হবে না? রাজ্য সরকার তথা শাসকদল নিজেদের ইচ্ছামতো নির্বাচন করে মানুষের অধিকার নিয়ে খেলা করছে বলেও অভিযোগ তোলে গেরুয়া শিবির। এমনকী তাদের দাবি মানা না হলে প্রয়োজনে আইনি পথে যাওয়ার হুঁশিয়ারিও দেয় বিজেপি। এক্ষেত্রে হুঁশিয়ারি মতোই পদক্ষেপ করতে দেখা গেল বিজেপি। এই ইস্যুতে ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে গেরুয়া শিবির।