scorecardresearch
 

Governor On Prez Rule: বাংলায় কি রাষ্ট্রপতি শাসন? সিভি আনন্দ বোস বললেন,'সব বিকল্প খোলা'

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে বাংলা সংক্রান্ত রিপোর্ট দিয়েছেন সিভি আনন্দ বোস। এই যে বিকল্পের কথা বলছেন তার মধ্যে কি রাষ্ট্রপতি শাসন আছে?

Advertisement
সিভি আনন্দ বোস সিভি আনন্দ বোস

সব ধরনের বিকল্পই খোলা। বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে এমন মন্তব্যই করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ইন্ডিয়া টুডে-তে রাজদীপ সরদেশাইকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সিভি আনন্দ বোস বলেন,'রাজ্যপাল হিসেবে এ ব্যাপারে কোনও মন্তব্য করব না। আমি সব কিছুই খতিয়ে দেখছি। নিশ্চিতভাবে সব ধরনের বিকল্পই খোলা। এখন আমার অগ্রাধিকার এলাকায় শান্তি ফেরানো এবং মহিলাদের সুরক্ষা দেওয়া।'

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে বাংলা সংক্রান্ত রিপোর্ট দিয়েছেন সিভি আনন্দ বোস। এই যে বিকল্পের কথা বলছেন তার মধ্যে কি রাষ্ট্রপতি শাসন আছে? বোসের কথায়,'স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানো রিপোর্ট গোপন রাখতে চাই। সংবিধান ও গণতন্ত্র মেনে কিছু প্রস্তাব দিয়েছি। আমি কয়েকটি পরামর্শ দিয়েছি মুখ্যমন্ত্রীকেও। কী পদক্ষেপ করা হচ্ছে, সেটা দেখতে চাই। অফিসারদের মোতায়েন করা হয়েছে ওই এলাকায়।' 

মুখ্যমন্ত্রী কি সঠিক পদক্ষেপ করেছেন? এটা কি তাঁর সরকারের উপর কালো দাগ? বাংলার রাজ্যপাল বলেন,'আমি সরকারকে সুযোগ দিতে চাই। মূল অভিযুক্ত শাহজাহান শেখকে গ্রেফতার করা হোক। আমি সরকারকে চিঠি দিয়েছি। কলকাতা হাইকোর্টও শাহজাহানকে গ্রেফতারের কথা বলেছে। মূল অভিযুক্তকে গ্রেফতার করা না হলে সাধারণ মানুষের আত্মবিশ্বাস ফিরবে না।' 

আরও পড়ুন

মমতা বন্দ্যোপাধ্যায় কি শাহজাহান শেখকে বাঁচানোর চেষ্টা করছেন? বোসের কথায়,'আমি রাজনীতি টেনে আনতে চাই না। আমি চাই, দোষীদের শাস্তি হোক। দোষীকে গ্রেফতার করতে হবে আগে। আমি বলতে চাই না কেউ তাকে নিরাপত্তা দিচ্ছে। তবে দোষীকে গ্রেফতার করতেই হবে।' 

Advertisement