scorecardresearch
 

কলকাতা-হাওড়া পুরভোটের সমস্ত প্রস্তুতি সেরে রাখছে কমিশন, জানুন কোথায় কত ভোটার

দুই শহরের পুরসভা নির্বাচনে (Municipal Election In West bengal) কোভিড বিধি মেনে নিরাপদে যাতে ভোটাররা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য পর্যাপ্ত  সংখ্যক ভোট কেন্দ্রও প্রস্তুত করা হচ্ছে। কলকাতায় মোট বুথ হবে ৪,৭৪২ টি। এছাড়াও থাকছে ৩৮৫টি অক্সিলারি বুথ। পাশাপাশি হাওড়ায় ১,০২৬ টি বুথে ভোট গ্রহণের পরিকল্পনা করেছে কমিশন। সেখানে থাকছে  ১৪১টি অক্সিলারি বুথ।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • কলকাতা-হাওড়ার ভোটার তালিকার খসরা প্রকাশিত
  • কোভিড বিধি মেনে হবে ভোট
  • ভোটগ্রহণ হবে ইভিএম-এ

কলকাতা (KMC) ও হাওড়া (Howrah) পুরসভার ভোটের বিজ্ঞপ্তি জারি করা হবে শীঘ্রই। আদালতে এই সংক্রান্ত মামলার শুনানি শেষ হলেই ভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারে রাজ্য নির্বাচন কমিশন। আর শুধু তাই নয়, আইনি জটিলতা কাটলেই যাতে সঙ্গে সঙ্গে ভোট করানো যায় সেই জন্য এখন থেকেই প্রস্তুতি চূড়ান্ত করে রাখতে চাইছে কমিশন। 

ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে কলকাতা ও হাওড়ার খসড়া ভোটার তালিকা। জাতীয় নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী কলকাতা ও হাওড়ার ওয়ার্ড ভিত্তিক ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। ওই তালিকা অনুসারে, কলকাতা পুরসভার মোট ভোটার সংখ্যা ৪০ লক্ষ ৪৮ হাজার ৩৫২। আর হাওড়ার মোট ভোটার হাওড়া ৯ লক্ষ ৩৮ হাজার  ৮৭৭। তবে চূড়ান্ত তালিকায় ভোটারের সংখ্যা কিছুটা বাড়তে পারে বলে কমিশন সূত্রে খবর।

দুই শহরের পুরসভা নির্বাচনে (Municipal Election In West bengal) কোভিড বিধি মেনে নিরাপদে যাতে ভোটাররা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য পর্যাপ্ত  সংখ্যক ভোট কেন্দ্রও প্রস্তুত করা হচ্ছে। কলকাতায় মোট বুথ হবে ৪,৭৪২ টি। এছাড়াও থাকছে ৩৮৫টি অক্সিলারি বুথ। পাশাপাশি হাওড়ায় ১,০২৬ টি বুথে ভোট গ্রহণের পরিকল্পনা করেছে কমিশন। সেখানে থাকছে  ১৪১টি অক্সিলারি বুথ। পুরসভার ভোট হবে রাজ্য নির্বাচন কমিশনের হাতে থাকা ইভিএম মেশিনে। দুই শহরে ভোট করতে প্রায় ১০ হাজার ইভিএম তৈরি রাখা হচ্ছে বলে কমিশন সূত্রে খবর। এর মধ্যে কলকাতায় থাকছে ৭,৩০০ ইভিএম এবং হাওড়ার জন্য রাখা হয়েছে ২,৫০০ ইভিএম। ভোটারের সংখ্যা বাড়লে ইভিএমের সংখ্যাও আনুপাতিক হারে বাড়তে পারে বলে কমিশনের তরফে খবর পাওয়া যাচ্ছে। তবে লোকসভা ও বিধানসভা ভোটের মতো পুরভোটে ভি ভি প্যাট থাকছে  না।

এইপ্রসঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের কর্তারা, জানাচ্ছেন পুরভোট করার জন্য তাঁরা সবরকম ভাবে প্রস্তুত। রাজ্য সরকারের কাছ থেকে সবুজ সংকেত পেলেই আনুষ্ঠানিকভাবে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হবে।

Advertisement

 

Advertisement