scorecardresearch
 

প্লেন লিজে নিতে চায় রাজ্য! ট্যুইটারে প্রশ্ন তুললেন শুভেন্দু

একটি প্লেন লিজে নিতে চায় রাজ্য সরকার। রাজ্যের পরিবহন দফতর এই মর্মে একটি টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

Advertisement
শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী
হাইলাইটস
  • একটি প্লেন লিজে নিতে চায় রাজ্য সরকার
  • রাজ্যের পরিবহন দফতর এই মর্মে একটি টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে
  • তা নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী

একটি প্লেন লিজে নিতে চায় রাজ্য সরকার। রাজ্যের পরিবহন দফতর এই মর্মে একটি টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই বিজ্ঞপ্তির ছবি প্রকাশ করে রাজ্যকে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

চলতি মাসের ১১ তারিখের সেই টেন্ডার বিজ্ঞপ্তির একটি পাতা সামনে এনেছেন শুভেন্দু অধিকারী। টেন্ডার বিজ্ঞপ্তিতে লেখা, ৮-১০ আসন বিশিষ্ট একটি প্লেন লিজ নিতে চায় রাজ্য সরকার। প্লেনটি ফ্যালকন ২০০০ মডেল বা ওই ধরনের হতে হবে। থাকতে হবে এসি। মাসে যেন ৪৫ ঘণ্টা সফর করতে পারে এমন ক্ষমতাসম্পন্ন হতে হবে। ৩-৫ বছরের জন্য সেই প্লেন রাজ্য লিজ নিতে চায় বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে পরিবহন দফতর।

 এই প্লেন লিজ নিয়ে তৃণমূল পরিচালিত সরকারকে আক্রমণ করেছেন শুভেন্দু। নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে লিখেছেন, 'এটা কি স্বঘোষিত প্রধানমন্ত্রীর পুস্পক রথ? লোকসভা ভোটের আগে কি সরকারের পয়সায় প্লেনে করে ঘোরার ব্যবস্থা করছে রাজ্য ?'

আরও পড়ুন : ১ জুলাই সরকারি ছুটি ঘোষণা রাজ্য সরকারের

প্রসঙ্গত, একুশের ভোটে অভাবনীয় সাফল্যর পর লোকসভা ভোট নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে ঘাসফুল শিবির। সেজন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় ক্ষেত্রে দলের দায়িত্ব সঁপেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, সামনের লোকসভায় অন্য রাজ্যেও যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করবেন, এই টেন্ডারের বিজ্ঞপ্তি তারই ইঙ্গিত দিল। 

Advertisement

Advertisement