scorecardresearch
 

Midhili Cyclonic Storm Rain Update: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিধিলি, এই ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

সকাল থেকে দিনভর মেঘলা আকাশ কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে। সেই সঙ্গে বইছে হিমেল বাতাস। উপকূল সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার ও শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। উপকূলে ৬০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘন্টায় গতি বেগে চলবে ঝোড়ো হাওয়া।

Advertisement
West Bengal Weather Forecast West Bengal Weather Forecast
হাইলাইটস
  • সকাল থেকে দিনভর মেঘলা আকাশ কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে।
  • উপকূল সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

ক্রমশ শক্তি বাড়িয়ে শুক্রবার সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপাসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ। যে ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে 'মিধিলি'। নামকরণ করেছে মলদ্বীপ। ওড়িশা ও বাংলা উপকূলের কাছাকাছি চলে আসছে মিধিলি। দীঘা থেকে দূরত্ব ২০০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে। এর প্রভাবে শুক্রবার ভারী বৃষ্টি হতে উপকূল সংলগ্ন জেলাগুলিতে। হালকা-মাঝারি বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। 

সকাল থেকে দিনভর মেঘলা আকাশ কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে। সেই সঙ্গে বইছে হিমেল বাতাস। উপকূল সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার ও শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। উপকূলে ৬০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘন্টায় গতি বেগে চলবে ঝোড়ো হাওয়া। 

বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ শুক্রবার সকালেই ভুবনেশ্বর ও বালাসোরের মাঝামাঝি পারাদ্বীপের উপকূলের কাছাকাছি এলাকায় ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি উত্তর-পশ্চিম বঙ্গোসাগরে ঢুকে পড়েছে। এর অভিমুখ উত্তর-উত্তর-পূর্ব দিক। এরপর উপকূল বরাবর উত্তর ও উত্তর-পূর্ব অর্থাৎ বাংলাদেশের দিকে এগোবে। শুক্রবার রাত অথবা শনিবার সকালের দিকে এটি বাংলাদেশের সুন্দরবন এলাকায় এটি স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা। খেপু পাড়া ও মংলার মাঝামাঝি স্থলভাগে প্রবেশ করার সময় এর গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৮০ থেকে ৮৫ কিলোমিটার। 

আরও পড়ুন

নিম্নচাপের প্রভাবে কবে, কোথায় বৃষ্টি? 

দিনভর মেঘলা আকাশের সম্ভাবনা। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি রাজ্যের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। শনিবার পর্যন্ত চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। ১৮ নভেম্বর মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে।

শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। মাঝারি বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও হাওড়া জেলার কিছু অংশে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায়।

Advertisement

শনিবারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। শনিবার থেকে মাঝারি বৃষ্টি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে।

কলকাতার আবহাওয়া কেমন?

শুক্রবার কয়েক দফায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দিনভর মেঘলা আকাশ। বাড়বে রাতের তাপমাত্রা। মেঘলা আকাশ থাকায় কমবে দিনের তাপমাত্রা। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি। গতকাল, বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৬৭ থেকে ৮৭ শতাংশ। 

Advertisement