scorecardresearch
 

Weather Update: হু হু করে নামছে পারদ, শীতের ইনিংস কলকাতায়, কত তাপমাত্রা?

কলকাতার পাশাপাশি শীতের আমেজ বিভিন্ন জেলাতেও। শুক্রবারের তুলনায় শনিবার আরও পারদ নামল কলকাতায়। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও কমতে পারে। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। 

Advertisement
ফাইল চিত্র। ফাইল চিত্র।
হাইলাইটস
  • ভোর থেকেই ঠান্ডা ভাব মালুম হচ্ছে শহরে।
  • কলকাতার পাশাপাশি শীতের আমেজ বিভিন্ন জেলাতেও।
  • দার্জিলিঙে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

শীতের ইনিংস শুরু হয়ে গেল কলকাতায়। বৃষ্টি-বাদলা শেষে সপ্তাহান্তে রোদ ঝলমলে আকাশ শহর কলকাতার। ভোর থেকেই ঠান্ডা ভাব মালুম হচ্ছে শহরে। কলকাতার পাশাপাশি শীতের আমেজ বিভিন্ন জেলাতেও। শুক্রবারের তুলনায় শনিবার আরও পারদ নামল কলকাতায়। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও কমতে পারে। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছে ১৮.৬ ডিগ্রি সেলসিয়াসে। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি ছিল। সেই তুলনায় শনির সকালে কলকাতায় পারদ আরও কিছুটা নামল। যদিও শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২২.১ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি কম। 

হাওয়া অফিস জানিয়েছে, আপাতত রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ প্রধানত আংশিক মেঘলা থাকবে। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ এবং ন্যূনতম ৮৬ শতাংশ। 

আরও পড়ুন

সম্প্রতি বঙ্গোসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। যার জেরে শীতের পথে বাধা তৈরি হয়েছিল। শহরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ২০ ডিগ্রি পার করেছিল। আগেই হাওয়া অফিস জানিয়েছিল যে, ঘূর্ণিঝড়ের প্রভাব কাটলেই রাজ্যে ধীরে ধীরে পারদ পতন হবে। সেই পূর্বাভাস মতোই শীতল আমেজ টের পেতে শুরু করলেন কলকাতাবাসী। আগামী কয়েক দিনে আরও পারদ পতনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

অন্য দিকে, উত্তরবঙ্গের জেলগগুলিতেও ঠান্ডার দাপট থাকবে। হাওয়া অফিস সূত্রে খবর, দার্জিলিঙে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তুষারপাত হতে পারে কালিম্পঙেও। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। 

Advertisement

Advertisement