এখনই শীত আসছে না। তবে শীত শীত ভাব বজায় থাকবে বাতাসে। শনিবার এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৪-৫ দিন শুষ্ক আবহাওয়া। এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। চলতি সপ্তাহে কুড়ি ডিগ্রির নিচে নামতে পারে কলকাতার তাপমাত্রা। তবে এখনই শীত আসছে না। মঙ্গলবার নাগাদ বৃষ্টি হতে পারে রাজ্যের কয়েকটি জেলায়। দার্জিলিং এবং কালিম্পং এবং উপকূলের দুই একটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং বৃষ্টি, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হতে পারে।
উত্তুরে হাওয়া আবার প্রভাব বিস্তার করবে। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় শক্তি হারিয়েছে মিজোরাম ত্রিপুরা ও বাংলাদেশ সংলগ্ন এলাকায়। শুক্রবারের পর থেকে রাজ্যে শীতের আমেজের স্থিতাবস্থা আসতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
এদিকে, শুক্রবার বিকেলেই বাংলাদেশে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় মিধিলি। তার প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় যতটা ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল ততটা যদিও হয়নি। তবে ঝড়ের দাপট কমে মেঘ সরতেই নামল তাপমাত্রা। হিমেল হাওয়া আর পারদ পতন মিলিয়ে নভেম্বরে তৃতীয় সপ্তাহে রীতিমতো শীতের আমেজ মিলল।
হাওয়া অফিস যদিও জানাচ্ছে, এই সুখ বেশি দিনের নয়। আকাশ পরিষ্কার হলেও পাকাপাকিভাবে শীত এই মুহূর্তে আসছে না। মৌসম ভবন সূত্রে খবর, মেঘ কেটে যাওয়ায় দক্ষিণবঙ্গে দিনের বেলায় উষ্ণতা বাড়বে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে খানিকটা অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তবে সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ মিলবে ভরপুর।
পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ একটু বেশিই থাকবে। আগামী তিন দিন সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। সোম ও মঙ্গলবার আকাশ আংশিক মেঘলা হওয়ায় ফের একটু বাড়তে পারে তাপমাত্রা। তবে সপ্তাহের শেষ দিকে পারদ পতনের ইঙ্গিত রয়েছে আবহাওয়া দফতরের।
হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যের পশ্চিম দিকের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবে। কলকাতাতে আগামী দু-তিন দিন রাতের তাপমাত্রা ঘোরাফেরা করবে ২২ ডিগ্রি সেলসিয়াস-এর কাছাকাছি। শীতের আমেজ পেতে গেলে অপেক্ষা করতে হবে আগামী সপ্তাহের শেষ পর্যন্ত। উত্তরবঙ্গে আগামী তিন-চার দিন তাপমাত্রার সেরকম উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না। আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। শীতের আমেজ ক্রমশ বাড়বে।
আজ শনিবার সারাদিন আকাশ পরিস্কার থাকবে বলে জানিয়েছে আলিপুর। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল অর্থাৎ শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৮ থেকে ৯১%।