নভেম্বরের মাঝামাঝি সময় রাজ্যে আরও নামল তাপমাত্রা। শনিবার ও রবিবারের পর সোমবারও কলকাতা সহ নানা জেলার তাপমাত্রা কমল। রবিবার কলকাতার তাপমাত্রা ছিল রবিবার কলকাতার তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তা নেমে দাঁড়াল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াসে। আগামী কয়েকদিনে আরও পারদ পতন হতে পারে। জেলাগুলোর মধ্যে সবথেকে কম তাপমাত্রা মাপা হয়েছে পুরুলিয়াতে। সেই জেলার আজ সর্বনিম্ন মাপা হয়েছে ১২.৭ ডিগ্রি সেলসিয়াস।
কোন জেলায় কত তাপমাত্রা? আজ আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। দমদমের ১৭.৭ ডিগ্রি। উলুবেড়িয়া ১৬ ডিগ্রি, ডায়মন্ডহারবার ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস, দিঘা ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগর ১৯.৮, বাঁকুড়া ১৬.৯, শ্রীনিকেতন ১৩, বহরমপুর ১৯.২, সল্টলেক ১৯.২, ক্যানিং ১৫.৪, কাঁথি ১৮, হলদিয়া ১৯.৪, মগড়া ১৭.৫, কলাইকুণ্ডা ১৮.২, বর্ধমান ১৫, পানাগড় ১৫.৫, আসানসোল ১৫.৯, পুরুলিয়া ১২.৭, ব্যারাকপুর ১৭.২, সিউড়ি ১৫.২, ঝাড়গ্রাম ১৪, কল্যাণী ১৫.৮।
উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা ১৯.৫, দার্জিলিং ৮.৪, কোচবিহার ১৬.৭, জলপাইগুড়ি ১৭.৫, আলিপুরদুয়ার ১৬, রায়গঞ্জ ১৫.৯, কালিম্পং ১৪.৫, বাগডোগরা ১৭.৮ এবং বালুরঘাট ২০ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে এখন হু হু করে উত্তুরে হাওয়া প্রবেশ করছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ৩ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। অর্থাৎ উত্তুরে হাওয়াতে সপ্তাহভর মনোরম পরিবেশ থাকবে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা কমছে। তবে মনোরম পরিবেশ হলেও এখনই জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই।
সোমবার কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম। এটাই এই মরসুমের শীতলতম দিন। হালকা শীতের আমেজ রয়েছে শহরে। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা। আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।