scorecardresearch
 

Bengal Weekly Winter Forecast: আরও নামল পারদ, আসছে হাড়কাঁপানো শীত, নতুন সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া?

শীতের আমেজ ভালই অনুভূত হচ্ছে গোটা বাংলাজুড়ে। হাওয়া অফিস বলেছিল সপ্তাহান্তেই পারদ নামবে। সেইমতো ইতিমধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নেমে গিয়েছে। এই আবহে কেমন থাকতে চলেছে নতুন সপ্তাহে বাংলার আবহাওয়া। চলুন জেনে নেওয়া যাক রাজ্যের সমস্ত জেলার আপডেট।

Advertisement
রাজ্য জুড়ে কমবে রাতের তাপমাত্রা রাজ্য জুড়ে কমবে রাতের তাপমাত্রা

শীতের আমেজ ভালই অনুভূত হচ্ছে গোটা বাংলাজুড়ে। হাওয়া অফিস বলেছিল সপ্তাহান্তেই পারদ নামবে। সেইমতো ইতিমধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নেমে গিয়েছে। এই আবহে কেমন থাকতে চলেছে নতুন সপ্তাহে বাংলার আবহাওয়া। চলুন জেনে নেওয়া যাক রাজ্যের সমস্ত জেলার আপডেট।

 হু হু করে বইছে উত্তুরে হাওয়া
সপ্তাহান্তে রাজ্য জুড়ে আরও নামল তাপমাত্রার পারদ। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১.৩  ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস বলছে রবিবার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৮ ডিগ্রির আশেপাশে।  বোঝাই যাচ্ছে, শীত এসে গিয়েছে প্রায়। সপ্তাহান্তে  রাজ্য জুড়ে মিলছে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতর  জানিয়েছে, এই ধরনের আবহাওয়া এখন সাত দিন চলবে।  অর্থাৎ তাপমাত্রা এখন বেশ কয়েকদিন এরকমই থাকবে। তারপর আরও কমার সম্ভাবনা রয়েছে। 

কততে নামবে পারদ?
সব জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশা-ধোঁয়াশা। রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিকই, তবে তা ঠান্ডা আবহে বাড়তি মাত্রা যোগ করতে পারে। আজ, রবিবার  আকাশ প্রধানত পরিষ্কার থাকবে ৷ কলকাতা ও সংলগ্ন অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির আশেপাশে থাকবে।  হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিনে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে রাতের তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। তারপরে অবশ্য তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। সকালের দিকে উত্তরবঙ্গে ঘন কুয়াশা পড়বে। উত্তরবঙ্গের মালদহ ও উত্তর দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে।

আরও পড়ুন

 মনোরম থাকবে আবহাওয়া
আগামী ২-৩ দিনে আরও নামবে পারদ। ওয়াবিদরা জানিয়েছেন, রাতের দিকে আরও নামবে পারদ। শুষ্ক থাকবে আবহাওয়া। সম্ভাবনা নেই বৃষ্টির। আগামী এক সপ্তাহ রীতিমতো মনোরম থাকবে বাংলার আবহাওয়া। দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকায় রবিবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাকি উত্তরবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কামড় দেওয়া শীত পড়তে এখনও কিছুটা দেরি বলেই মনে করছে হাওয়া-অফিস।  হাওয়া অফিস বলছে, জাঁকিয়ে শীত ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। তার আগে টানা শীতের আমেজ বহাল থাকবে। 

Advertisement

Advertisement