কলকাতায় উদ্ধার কাটামুণ্ড। শুক্রবার সকালে দক্ষিণ কলকাতার গল্ফগ্রিনে আবর্জনার স্তূপে এক মহিলার কাটামুণ্ড উদ্ধার করা হয়েছে। এই ঘটনা ঘিরে রহস্য দানা বেঁধেছে।
সূত্রের খবর, কাটামুণ্ডটি প্রথমে দেখতে পান প্রাতর্ভ্রমণকারীরা। তাঁরাই পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রিজেন্ট পার্ক থানার পুলিশ। তদন্ত শুরু করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগও। মহিলার বাকি দেহাংশের খোঁজ শুরু করেছে পুলিশ।
মহিলার পরিচয় জানা যায়নি। খুন করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্কে স্থানীয়দের একাংশ।
প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, কাটামুণ্ড থেকে রক্ত বেরোচ্ছিল। যা দেখে আন্দাজ করা হচ্ছে, বেশি সময় আগে খুন করা হয়নি।
অন্য দিকে, কলকাতার ফুটপাথে ৭ মাসের শিশুকন্যাকে অপহরণ করে যৌন নিগ্রহের ঘটনায় বুধবার রাজ্য সরকারকে নোটিশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। এই ঘটনাকে 'অরাজক অবস্থা' বলে বর্ণনা করেছে কমিশন। নির্ভয়ে অনৈতিক কাজ হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে কমিশন। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে এই ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে NHRC। কমিশনের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, গত ৩০ নভেম্বর কলকাতায় ফুটপাথ থেকে এক সাত মাসের শিশুকন্যাকে অপহরণ করে যৌন নিগ্রহ করে কয়েক জন দুষ্কৃতী। ফুটপাথবাসী এক দম্পতির ওই শিশুকন্যা। ফুটপাথে বাচ্চাটিকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন কয়েক জন।