scorecardresearch
 
Advertisement

Mamata On Lakshmir Bhandar: কবে থেকে ফের নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার, একুশের মঞ্চ থেকে জানালেন মমতা

Mamata On Lakshmir Bhandar: কবে থেকে ফের নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার, একুশের মঞ্চ থেকে জানালেন মমতা

লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাইয় তৃণমূলের শহিদ দিবসের মঞ্চ থেকে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেন। তিনি জানান, ডিসেম্বর থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য করা আবেদন নিয়ে কাজ শুরু করবে সরকার। তিনি বলেন, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী ও রুপোশ্রী প্রকল্পের জন্য আমরা ৬০ হাজার কোটি টাকা খরচ করেছি। লক্ষ্মীর ভাণ্ডার, বাংলার বাড়ি, বিধবা ভাতা আরও দেওয়া হবে ডিসেম্বর থেকে। আমাদের কাছে যে লিস্ট আছে সেটা নিয়ে কাজ হবে। ২ কোটি ১৫ লক্ষ মহিলাকে ৪০ হাজার কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডারে দিয়েছি। মানবিক ভাতা, বার্ধক্য ভাতা প্রায় ২৯ লক্ষ মানুষকে দিয়েছি। স্বাস্থ্যসাথীতে ১০ হাজার কোটি টাকা দিয়েছি বিনামূল্যে চিকিৎসার জন্য। এছাড়াও হাসপাতালে সরকারি তরফে প্রচুর সাহায্য করি আমরা।'

Advertisement