scorecardresearch
 
Advertisement

Kolkata Incident: কিশোরকে নিয়ে গঙ্গায় তলিয়ে গেল গাড়ি, তারপর...

Kolkata Incident: কিশোরকে নিয়ে গঙ্গায় তলিয়ে গেল গাড়ি, তারপর...

রবিবার সাতসকালে নিমতলা গঙ্গার ঘাটে দুর্ঘটনা। ঘাটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়ি সোজা গিয়ে পড়ল গঙ্গায়। ওই গাড়ির মধ্যে ছিল এক কিশোর। জানা গেছে আনন্দপুর এলাকা থেকে একটি পরিবার ভূতনাথ মন্দিরে পুজো দিতে আসে। গাড়ির মধ্যেই এক কিশোরকে রেখেই ওই পরিবারের সদস্যরা পুজো দিতে যায় মন্দিরে। সেই সময় কিশোর সমেত ওই গাড়িটি গঙ্গায় তলিয়ে যায়। স্থানীয়রা জলে ঝাঁপিয়ে পড়ে ওই কিশোরকে উদ্ধার করে। পরে গাড়িটিকেও তোলা হয় জল থেকে।

Advertisement