এখনকার ছাত্রছাত্রীরা বেশিরভাগই বাংলা বিমুখ হয়ে পড়ছেন। বাংলা বই পড়ছেন না তাঁরা। তাঁদের বাংলা বই বেশি করে পড়া উচিত। আন্তর্জাতিক কলতাকা বইমেলায় এসে এই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় বইমেলায় আসেন বিচারপতি। বইমেলায় বেশ কয়েকটি স্টল ঘুরে দেখেন তিনি। তাঁর মতে বইমেলা বাংলার চতুর্দশ পার্বন। তাই বইমেলায় না এলে মনে হয় একটি উৎসব হারিয়ে ফেললাম। ছেলেবেলায় তিনি বন্ধুদের সঙ্গে বইমেলায় আসতেন বলেও উল্লেখ করেন। বিচারপতি জানান, নিজের স্মৃতি নিয়ে একটি ূই লিখবেন তিনি। তবে বর্তমান পরিস্থিতিতে দুর্নীতির বিরুদ্ধে তাঁর রায় নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি।
Abhijit Ganguly visits Kolkata Book Fair