scorecardresearch
 
Advertisement

Adhir Chowdhury News :অধীর নিজেও জানতে পারলেন না কীভাবে কংগ্রেসে তিনি প্রাক্তন হয়ে গেলেন!

Adhir Chowdhury News :অধীর নিজেও জানতে পারলেন না কীভাবে কংগ্রেসে তিনি প্রাক্তন হয়ে গেলেন!

প্রদেশ কংগ্রেস সভাপতি পদে ইস্তফা দিয়েছেন অধীর চৌধুরী। সেই খবর ইতিমধ্যেই প্রকাশ্যে আসতেই শুরু হল জল্পনা। সোমবার দিল্লিতে প্রদেশ কংগ্রেস নেতাদের নিয়ে বৈঠকে বসেছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল, পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক গুলাম আলি মীর সহ হাইকম্যান্ডের নেতারা৷ সেই বৈঠকের পরই জানা যায়, প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন অধীররঞ্জন চৌধুরী৷ তবে এ বিষয়ে অধীর চৌধুরী জানান, মিটিং কিছুই হয়নি। যাদের জরুরি মনে হয়েছে ডেকেছে। বেনুগোপালজি একেকজনকে ডেকে যা বলার বলেছেন। বেনুগোপালজি একেকজনকে ডেকে যা বলার বলেছেন। যেদিন মল্লিকার্জুন খাড়গে দলের সভাপতি হন, দলের সংবিধান অনুযায়ী দেশের অন্যান্য সমস্ত পদ অস্থায়ী হয়ে পড়ে। এমনকি আমার পোস্ট অস্থায়ী হয়ে গেল। নির্বাচন চলাকালীন, মল্লিকার্জুন খাড়গে টেলিভিশনে বলেছিলেন যে প্রয়োজনে আমাকে বাইরে রাখা হবে, যা আমাকে বিরক্ত করেছিল। পশ্চিমবঙ্গে নির্বাচনী ফলাফলও দলের জন্য ভালো হয়নি।

Adhir Ranjan Chowdhury Comment On Aicc After Giving Resignation

Advertisement