কলকাতার আলিপুর চিড়িয়াখানায় রদবদল। একটি নতুন কাচঘেরা এভিয়ারি করা হয়েছে। এর মাধ্যমে পর্যটকরা তাদের চারপাশে অবাধে উড়তে থাকা পাখিদের দেখতে পাবে। এবার পর্যটকরা কাচের টানের মধ্যে থেকে পাখি দেখতে পাবে অথচ পাখিরা বুঝতে পারবে না। পাখিরা অবাধে ঘুরে বেড়াবে আপনার পাশ দিয়ে। ভারতের প্রাচীনতম চিড়িয়াখানা এটি। প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৫৪ সালে। এই ঘের ঘিরে এখানে ১৪ টি প্রজাতির ২০০ টি পাখির আবাসন করা হয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষের আশা এই নতুন উদ্যোগ আরও দর্শকদের আকর্ষণ করবে।