কলকাতায় থাকলে ইকোপার্কে শরীরচর্চা করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সকালে ইকো পার্কের বন্ধুবান্ধবদের সঙ্গে বিজয়া সম্মিলনী করলেন। বিজয়ায় মিষ্টিমুখের সঙ্গে থাকল টক-ঝাল চাটও। দিলীপ বলেন,'প্রতিবছরই আমরা বিজয়া সম্মিলনী করি। সকলেই কিছু না কিছু আনেন। এক সঙ্গে খাওয়াদাওয়া চলে'।